কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ৮৭
Qur'an Surah Maryam Verse 87
মারইয়াম [১৯]: ৮৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ (مريم : ١٩)
- lā
- لَّا
- Not
- না
- yamlikūna
- يَمْلِكُونَ
- they will have the power
- তারা সক্ষম হবে
- l-shafāʿata
- ٱلشَّفَٰعَةَ
- (of) the intercession
- সুপারিশ করার
- illā
- إِلَّا
- except
- ছাড়া
- mani
- مَنِ
- (he) who
- (সে) যে
- ittakhadha
- ٱتَّخَذَ
- has taken
- গ্রহণ করেছে
- ʿinda
- عِندَ
- from
- নিকট হ'তে
- l-raḥmāni
- ٱلرَّحْمَٰنِ
- the Most Gracious
- দয়াময়ের
- ʿahdan
- عَهْدًا
- a covenant
- প্রতিশ্রুতি
Transliteration:
Laa yamlikoonash shafaa'ta illaa manittakhaza 'indar Rahmaani 'ahdaa(QS. Maryam:87)
English Sahih International:
None will have [power of] intercession except he who had taken from the Most Merciful a covenant. (QS. Maryam, Ayah ৮৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
দয়াময়ের নিকট যে প্রতিশ্রুতি লাভ করেছে সে ছাড়া অন্য কারো সুপারিশ করার অধিকার থাকবে না। (মারইয়াম, আয়াত ৮৭)
Tafsir Ahsanul Bayaan
যে পরম দয়াময়ের নিকট প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ছাড়া অন্য কারো সুপারিশ করবার ক্ষমতা থাকবে না। [১]
[১] প্রতিশ্রুতির অর্থঃ ঈমান ও আল্লাহর ভয়। অর্থাৎ ঈমানদার ও আল্লাহ-ভীরু বান্দাদের মধ্যে যাঁদেরকে আল্লাহ সুপারিশ করার অনুমতি প্রদান করবেন তাঁরা ব্যতীত আর কেউ সুপারিশ করার অনুমতিই পাবে না।
Tafsir Abu Bakr Zakaria
যারা দয়াময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে , তারা ছাড়া কেউ সুপারিশ করার মালিক হবে না [১]।
[১] عهد অর্থ অঙ্গীকার আদায় করা। বলা হয়ে থাকে, বাদশাহ এ অঙ্গীকার নামা অমুকের জন্য দিয়েছেন। [ফাতহুল কাদীর] যেটাকে সহজ ভাষায় পরোয়ানা বলা যেতে পারে। অর্থাৎ যে পরোয়ানা হাসিল করে নিয়েছে তার পক্ষেই সুপারিশ হবে এবং যে পরোয়ানা পেয়েছে সে-ই সুপারিশ করতে পারবে। আয়াতের শব্দগুলো দু’দিকেই সমানভাবে আলোকপাত করে। সুপারিশ কেবলমাত্র তার পক্ষেই হতে পারবে যে রহমান থেকে পরোয়ানা হাসিল করে নিয়েছে, একথার অর্থ হচ্ছে এই যে, যে ব্যক্তি দুনিয়ায় আল্লাহ ছাড়া আর কোন সত্য ইলাহ নেই। এ সাক্ষ্য দিয়েছে এবং সেটার হক আদায় করেছে। ইবন আব্বাস বলেন, পরোয়ানা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ ছাড়া আর কারও কাছে কোন প্রকার শক্তি-সামৰ্থ ও উপায় তালাশ না করা, আল্লাহ ব্যতীত কারও কাছে। আশা না করা। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
যারা পরম করুণাময়ের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছে তারা ছাড়া অন্য কেউ সুপারিশ করার ক্ষমতা রাখবে না।
Muhiuddin Khan
যে দয়াময় আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে, সে ব্যতীত আর কেউ সুপারিশ করার অধিকারী হবে না।
Zohurul Hoque
পরম করুণাময়ের নিকট থেকে যে কোনো কড়ার লাভ করেছে সে ব্যতীত কারোর সুপারিশ করার ক্ষমতা থাকবে না।