Skip to content

কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ৫

Qur'an Surah Maryam Verse 5

মারইয়াম [১৯]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَّرَاۤءِيْ وَكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ (مريم : ١٩)

wa-innī
وَإِنِّى
And indeed, I
এবং আমি নিশ্চয়ই
khif'tu
خِفْتُ
[I] fear
ভয় করছি
l-mawāliya
ٱلْمَوَٰلِىَ
the successors
আমার স্বগোত্রদের
min
مِن
after me
থেকে
warāī
وَرَآءِى
after me
আমার পর
wakānati
وَكَانَتِ
and is
এবং হয়েছে
im'ra-atī
ٱمْرَأَتِى
my wife
আমার স্ত্রী
ʿāqiran
عَاقِرًا
barren
বন্ধ্যা
fahab
فَهَبْ
So give
তবুও দান করো
لِى
[to] me
আমাকে
min
مِن
from
থেকে
ladunka
لَّدُنكَ
Yourself
তোমার নিকট
waliyyan
وَلِيًّا
an heir
এক উত্তরাধিকারী

Transliteration:

Wa innee khiftul mawaa liya minw waraaa'ee wa kaana tim ra atee 'aairan fahab lee mil ladunka waliyyaa (QS. Maryam:5)

English Sahih International:

And indeed, I fear the successors after me, and my wife has been barren, so give me from Yourself an heir (QS. Maryam, Ayah ৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার পরে আমার স্বগোত্রীয়রা (কী করবে) সে সম্পর্কে আমি আশঙ্কাবোধ করছি, আর আমার স্ত্রী হল বন্ধ্যা, কাজেই তুমি তোমার তরফ থেকে আমাকে একজন উত্তরাধিকারী দান কর (মারইয়াম, আয়াত ৫)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় আমি আমার পর আমার স্বগোত্রীয়দের ব্যাপারে আশংকা করি।[১] আর আমার স্ত্রী তো বন্ধ্যা, সুতরাং তুমি তোমার নিকট হতে[২] আমাকে দান কর একজন উত্তরাধিকারী।

[১] এই আশংকার অর্থ এই যে, যদি আমার কোন উত্তরাধিকারী আমার ওয়ায ও উপদেশের দায়িত্ব গ্রহণ না করে, তাহলে আমার স্বগোত্রীয় আত্মীয়দের মধ্যে তো কেউ এর যোগ্য নেই। আর এর ফলস্বরূপ হয়তো আমার আত্মীয়রা তোমার রাস্তা হতে মুখ ফিরিয়ে নেবে।

[২] 'তোমার নিকট হতে' এর অর্থ যদিও আমার বাহ্যিক সন্তান-সম্ভাবনা শেষ হয়ে গেছে, তবুও তুমি তোমার বিশেষ অনুগ্রহে আমাকে একটি সন্তান দান কর। (যে আমার ওয়ারেস ও উত্তরাধিকারী হবে।)

Tafsir Abu Bakr Zakaria

‘আর আমি আশংকা করি আমার পর আমার সগোত্রীয়দের সম্পর্কে, আমার স্ত্রী বন্ধা। কাজেই আপনি আপনার কাছ থেকে আমাকে দান করুন উত্তরাধিকারী,

Tafsir Bayaan Foundation

‘আর আমার পরে স্বগোত্রীয়দের সম্পর্কে আমি আশংকাবোধ করছি। আমার স্ত্রী তো বন্ধ্যা, অতএব আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন উত্তরাধিকারী দান করুন’।

Muhiuddin Khan

আমি ভয় করি আমার পর আমার স্বগোত্রকে এবং আমার স্ত্রী বন্ধ্যা; কাজেই আপনি নিজের পক্ষ থেকে আমাকে এক জন কর্তব্য পালনকারী দান করুন।

Zohurul Hoque

''আর আমি অবশ্য আশংকা করছি আমার পরে আমার জ্ঞাতিগোষ্ঠীদের, আর আমার স্ত্রী বন্ধ্যা, সেজন্য তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী প্রদান করো, --