কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ২৭
Qur'an Surah Maryam Verse 27
মারইয়াম [১৯]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَاَتَتْ بِهٖ قَوْمَهَا تَحْمِلُهٗ ۗقَالُوْا يٰمَرْيَمُ لَقَدْ جِئْتِ شَيْـًٔا فَرِيًّا (مريم : ١٩)
- fa-atat
- فَأَتَتْ
- Then she came
- অতঃপর সে আসলো
- bihi
- بِهِۦ
- with him
- তাকে নিয়ে
- qawmahā
- قَوْمَهَا
- (to) her people
- তার সম্প্রদায়ের কাছে
- taḥmiluhu
- تَحْمِلُهُۥۖ
- carrying him
- তাকে বহন করে
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বললো
- yāmaryamu
- يَٰمَرْيَمُ
- "O Maryam!
- "হে মারইয়াম
- laqad
- لَقَدْ
- Certainly
- নিশ্চয়ই
- ji'ti
- جِئْتِ
- you (have) brought
- এনেছো
- shayan
- شَيْـًٔا
- an amazing thing
- কিছু
- fariyyan
- فَرِيًّا
- an amazing thing
- জঘন্য
Transliteration:
Fa atat bihee qawmahaa tahmiluhoo qaaloo yaa Maryamoo laqad ji'ti shai'an fariyyaa(QS. Maryam:27)
English Sahih International:
Then she brought him to her people, carrying him. They said, "O Mary, you have certainly done a thing unprecedented. (QS. Maryam, Ayah ২৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অতঃপর সে তার সন্তানকে বয়ে নিয়ে তার সম্প্রদায়ের কাছে আসল। তারা বলল, ‘হে মারইয়াম! তুমি তো এক অদ্ভুত জিনিস নিয়ে এসেছ! (মারইয়াম, আয়াত ২৭)
Tafsir Ahsanul Bayaan
অতঃপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের নিকট উপস্থিত হল; তারা বলল, ‘হে মারয়্যাম! তুমি তো এক অদ্ভুত কান্ড করে বসেছ।
Tafsir Abu Bakr Zakaria
তারপর সে সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হল; তারা বলল, ‘হে মারইয়াম! তুমি তো এক অঘটন করে বসেছ [১]।
[১] فريًّا আরবি ভাষায় এ শব্দটির আসল অর্থ, কর্তন করা ও চিরে ফেলা। যে কাজ কিংবা বস্তু প্ৰকাশ পেলে অসাধারণ কাটাকাটি হয় তাকে فرى বলা হয়। [কুরতুবী] উপরে সেটাকেই “অঘটন’ অনুবাদ করা হয়েছে। শব্দটির অন্য অর্থ হচ্ছে, বড় বিষয় বা বড় ব্যাপার। [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসল। তারা বলল, ‘হে মারইয়াম! তুমি তো এক অদ্ভূত বিষয় নিয়ে এসেছ’!
Muhiuddin Khan
অতঃপর তিনি সন্তানকে নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলেন। তারা বললঃ হে মারইয়াম, তুমি একটি অঘটন ঘটিয়ে বসেছ।
Zohurul Hoque
তারপর তিনি তাঁকে নিয়ে এলেন তাঁর লোকদের কাছে তাঁকে চড়িয়ে। তারা বললে -- ''হে মরিয়ম! তুমি আলবৎ এক অদ্ভুত ফেসাদ নিয়ে এসেছ।