Skip to content

কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ১৯

Qur'an Surah Maryam Verse 19

মারইয়াম [১৯]: ১৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ اِنَّمَآ اَنَا۠ رَسُوْلُ رَبِّكِۖ لِاَهَبَ لَكِ غُلٰمًا زَكِيًّا (مريم : ١٩)

qāla
قَالَ
He said
সে বললো
innamā
إِنَّمَآ
"Only
"প্রকৃতপক্ষে
anā
أَنَا۠
I am
আমি
rasūlu
رَسُولُ
a Messenger
(প্রেরিত) দূত
rabbiki
رَبِّكِ
(from) your Lord
তোমার রবের
li-ahaba
لِأَهَبَ
that I (may) bestow
দান করি যেন
laki
لَكِ
on you
তোমাকে
ghulāman
غُلَٰمًا
a son
এক পুত্র
zakiyyan
زَكِيًّا
pure"
পবিত্র"

Transliteration:

Qaala innamaa ana rasoolu Rabbiki li ahaba laki ghulaaman zakiyyaa (QS. Maryam:19)

English Sahih International:

He said, "I am only the messenger of your Lord to give you [news of] a pure boy [i.e., son]." (QS. Maryam, Ayah ১৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলল, ‘আমি তোমার প্রতিপালক কর্তৃক প্রেরিত হয়েছি তোমাকে একটি পুত-পবিত্র পুত্র দানের উদ্দেশ্যে।’ (মারইয়াম, আয়াত ১৯)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘আমি তো তোমার প্রতিপালক-প্রেরিত (দূত) মাত্র; তোমাকে এক পবিত্র পুত্র দান করবার জন্য (আমি প্রেরিত হয়েছি)।’

Tafsir Abu Bakr Zakaria

সে বলল, আমি তো তোমার রব-এর দূত, তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য [১]।

[১] সে দূত হলেন, জিবরাঈল আলাইহিসসালাম। আল্লাহ্ তাঁর দূত জিবরাঈলকে পবিত্র ফুঁ নিয়ে পাঠালেন। যে ফুঁর মাধ্যমে মারইয়ামের গর্ভে এমন সন্তানের জন্ম হলো যিনি অত্যন্ত পবিত্র ও কল্যাণময় বিবেচিত হলেন। মহান আল্লাহ তার সম্পর্কে বলেন; “স্মরণ করুন, যখন ফিরিশতাগণ বলল, হে মারইয়াম! নিশ্চয় আল্লাহ তোমাকে তাঁর পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিতেছেন। তার নাম মসীহ মারইয়াম তনয় ‘ঈসা, সে দুনিয়া ও আখিরাতে সম্মানিত এবং সান্নিধ্যপ্রাপ্তগণের অন্যতম হবে। সে দোলনায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলবে এবং সে হবে পুণ্যবানদের একজন '[সূরা আলে-ইমরান; ৪৫-৪৬]

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘আমি তো কেবল তোমার রবের বার্তাবাহক, তোমাকে একজন পবিত্র পুত্রসন্তান দান করার জন্য এসেছি’।

Muhiuddin Khan

সে বললঃ আমি তো শুধু তোমার পালনকর্তা প্রেরিত, যাতে তোমাকে এক পবিত্র পুত্র দান করে যাব।

Zohurul Hoque

সে বললে -- ''আমি তো শুধু তোমার প্রভুর বাণীবাহক -- 'যে আমি তোমাকে দান করব এক নিখুঁত ছেলে’।’’