কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ১৮
Qur'an Surah Maryam Verse 18
মারইয়াম [১৯]: ১৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَتْ اِنِّيْٓ اَعُوْذُ بِالرَّحْمٰنِ مِنْكَ اِنْ كُنْتَ تَقِيًّا (مريم : ١٩)
- qālat
- قَالَتْ
- She said
- (মারইয়াম) বললো
- innī
- إِنِّىٓ
- "Indeed I
- "আমি নিশ্চয়ই
- aʿūdhu
- أَعُوذُ
- [I] seek refuge
- আশ্রয় চাই
- bil-raḥmāni
- بِٱلرَّحْمَٰنِ
- with the Most Gracious
- কাছে দয়াময়ের
- minka
- مِنكَ
- from you
- তোমার থেকে
- in
- إِن
- if
- যদি
- kunta
- كُنتَ
- you are
- তুমি হও
- taqiyyan
- تَقِيًّا
- God fearing"
- মুত্তাকী"
Transliteration:
Qaalat inneee a'oozu bir Rahmaani minka in kunta taqiyyaa(QS. Maryam:18)
English Sahih International:
She said, "Indeed, I seek refuge in the Most Merciful from you, [so leave me], if you should be fearing of Allah." (QS. Maryam, Ayah ১৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মারইয়াম বলল, ‘আমি তোমা হতে দয়াময় আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি যদি তুমি আল্লাহকে ভয় কর’ (তবে আমার নিকট এসো না)।’ (মারইয়াম, আয়াত ১৮)
Tafsir Ahsanul Bayaan
মারয়্যাম বলল, ‘আমি তোমা হতে পরম করুণাময়ের আশ্রয় প্রার্থনা করছি; তুমি যদি সংযমশীল হও (তাহলে আমার নিকট থেকে সরে যাও)।’
Tafsir Abu Bakr Zakaria
মারইয়াম বলল, আমি তোমার থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করছি (আল্লাহ্কে ভয় কর) যদি তুমি মুত্তাকী হও [১]
[১] মারইয়াম যখন পদার ভেতর আগত একজন মানুষকে নিকটে দেখতে পেলেন, তখন তার উদ্দেশ্য অসৎ বলে আশঙ্কা করলেন এবং বললেনঃ “আমি তোমার থেকে রহমানের আশ্রয় প্রার্থনা করি, যদি তুমি তাকওয়ার অধিকারী হও”। [ইবন কাসীর] এ বাক্যটি এমন, যেমন কেউ কোন যালেমের কাছে অপারগ হয়ে এভাবে ফরিয়াদ করেঃ যদি তুমি ঈমানদার হও, তবে আমার প্রতি যুলুম করো না। এ যুলুম থেকে বাধা দেয়ার জন্যে তোমার ঈমান যথেষ্ট হওয়া উচিত। উদ্দেশ্য এই যে, আল্লাহকে ভয় করা এবং অপকর্ম থেকে বিরত থাকা তোমার জন্যে সমীচীন। [বাগভী] অথবা এর অর্থ; যদি তুমি আল্লাহর নিকট আমার আশ্রয় প্রার্থনাকে মূল্য দাও। তবে আমার কাছ থেকে দূরে থাক। [তাবারী; আব্দওয়াউল বায়ান]
Tafsir Bayaan Foundation
মারইয়াম বলল, ‘আমি তোমার থেকে পরম করুণাময়ের আশ্রয় চাচ্ছি, যদি তুমি মুত্তাকী হও’।
Muhiuddin Khan
মারইয়াম বললঃ আমি তোমা থেকে দয়াময়ের আশ্রয় প্রার্থনা করি যদি তুমি আল্লাহভীরু হও।
Zohurul Hoque
তিনি বললেন -- ''নিঃসন্দেহ আমি তোমার থেকে আশ্রয় খুজঁছি পরম করুণাময়ের কাছে, যদি তুমি ধর্মভীরু হও।’’