কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৭৬
Qur'an Surah Al-Kahf Verse 76
কাহফ [১৮]: ৭৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ اِنْ سَاَلْتُكَ عَنْ شَيْءٍۢ بَعْدَهَا فَلَا تُصٰحِبْنِيْۚ قَدْ بَلَغْتَ مِنْ لَّدُنِّيْ عُذْرًا (الكهف : ١٨)
- qāla
- قَالَ
- He said
- (মূসা) বললো
- in
- إِن
- "If
- "যদি
- sa-altuka
- سَأَلْتُكَ
- I ask you
- আপনাকে আমি প্রশ্ন করি
- ʿan
- عَن
- about
- সম্বন্ধে
- shayin
- شَىْءٍۭ
- anything
- কোনো কিছু
- baʿdahā
- بَعْدَهَا
- after it
- এরপর
- falā
- فَلَا
- then (do) not
- তাহ'লে না
- tuṣāḥib'nī
- تُصَٰحِبْنِىۖ
- keep me as a companion
- আমাকে আপনি সঙ্গে রাখবেন
- qad
- قَدْ
- Verily
- নিশ্চয়ই
- balaghta
- بَلَغْتَ
- you have reached
- আপনি পৌঁছে গেছেন
- min
- مِن
- from me
- থেকে
- ladunnī
- لَّدُنِّى
- from me
- আমার পক্ষ
- ʿudh'ran
- عُذْرًا
- an excuse"
- অজুহাতের শেষ সীমায়"
Transliteration:
Qaala in sa altuka 'an shai'im ba'dahaa falaa tusaahibnee qad balaghta mil ladunnee 'uzraa(QS. al-Kahf:76)
English Sahih International:
[Moses] said, "If I should ask you about anything after this, then do not keep me as a companion. You have obtained from me an excuse." (QS. Al-Kahf, Ayah ৭৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মূসা বলল, ‘এরপর আমি যদি কোন বিষয়ে আপনাকে জিজ্ঞেস করি, তাহলে আপনি আর আমাকে সঙ্গে রাখবেন না, ওযর অন্যায় আমার পক্ষ থেকেই ঘটেছে।’ (কাহফ, আয়াত ৭৬)
Tafsir Ahsanul Bayaan
মূসা বলল, এর পর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞাসা করি, তাহলে আপনি আমাকে সঙ্গে রাখবেন না; আপনার কাছে আমার ওজর-আপত্তি চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে।’[১]
[১] অর্থাৎ এবার যদি প্রশ্ন করি তাহলে আপনি আমাকে সাথে নেওয়ার মর্যাদা হতে বঞ্চিত করবেন; তাতে আমার কোন আপত্তি থাকবে না। যেহেতু এ ব্যাপারে তখন আপনার কাছে গ্রহণযোগ্য অজুহাত থাকবে।
Tafsir Abu Bakr Zakaria
মূসা বললেন, ‘এর পর যদি আমি আপনাকে কোন বিষয়ে জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সংগে রাখবেন না; আমার ‘ওযর-আপত্তির’ চূড়ান্ত হয়েছে।
Tafsir Bayaan Foundation
মূসা বলল, ‘এরপর যদি আমি আপনাকে আর কোন বিষয়ে প্রশ্ন করি, তাহলে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার পক্ষ থেকে আপনি ওযর পেয়ে গেছেন’।
Muhiuddin Khan
মূসা বললেনঃ এরপর যদি আমি আপনাকে কোন বিষয়ে প্রশ্ন করি, তবে আপনি আমাকে সাথে রাখবেন না। আপনি আমার পক্ষ থেকে অভিযোগ মুক্ত হয়ে গেছেন।
Zohurul Hoque
তিনি বললেন -- ''আমি যদি এর পরে কোনো ব্যাপারে আপনাকে প্রশ্ন করি তবে আপনি আমাকে সঙ্গে নেবেন না, আপনি অবশ্যই আমার সন্বন্ধে এক ওজর-আপত্তি পেয়ে যাবেন।’’