Skip to content

কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৬২

Qur'an Surah Al-Kahf Verse 62

কাহফ [১৮]: ৬২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَلَمَّا جَاوَزَا قَالَ لِفَتٰىهُ اٰتِنَا غَدَاۤءَنَاۖ لَقَدْ لَقِيْنَا مِنْ سَفَرِنَا هٰذَا نَصَبًا (الكهف : ١٨)

falammā
فَلَمَّا
Then when
অতঃপর যখন
jāwazā
جَاوَزَا
they had passed beyond
দু'জনে অতিক্রম করলো
qāla
قَالَ
he said
সে বললো
lifatāhu
لِفَتَىٰهُ
to his boy
তার যুবক (সেবক)-কে
ātinā
ءَاتِنَا
"Bring us
"আমাদেরকে দাও
ghadāanā
غَدَآءَنَا
our morning meal
আমাদের (নাশতা) খাবার
laqad
لَقَدْ
Certainly
নিশ্চয়ই
laqīnā
لَقِينَا
we have suffered
আমরা পেয়েছি
min
مِن
in
থেকে
safarinā
سَفَرِنَا
our journey
আমাদের ভ্রমণ
hādhā
هَٰذَا
this
এই
naṣaban
نَصَبًا
fatigue"
ক্লান্তি"

Transliteration:

Falammaa jaawazaa qaala lifataahu aatinaa ghadaaa'anaa laqad laqeena min safarinaa haazaa nasabaa (QS. al-Kahf:62)

English Sahih International:

So when they had passed beyond it, [Moses] said to his boy, "Bring us our morning meal. We have certainly suffered in this, our journey, [much] fatigue." (QS. Al-Kahf, Ayah ৬২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যখন তারা আরো এগিয়ে গেল, সে তার সঙ্গীকে বলল, ‘আমাদের সকালের খাবার আন, আমরা আমাদের এই সফরে বড়ই ক্লান্ত হয়ে পড়েছি।’ (কাহফ, আয়াত ৬২)

Tafsir Ahsanul Bayaan

যখন তারা আরো অগ্রসর হল, তখন মূসা তার সঙ্গীকে বলল, ‘আমাদের নাশতা আনো, আমরা তো আমাদের এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি।’

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর যখন তারা আরো অগ্রসর হল মুসা তার সঙ্গীকে বললেন, ‘আমাদের দুপুরের খাবার আন, আমরা তো এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি।

Tafsir Bayaan Foundation

অতঃপর যখন তারা অগ্রসর হল তখন সে তার যুবককে বলল, ‘আমাদের সকালের খাবার নিয়ে আস। আমাদের এই সফরে আমরা অনেক ক্লান্তির মুখোমুখি হয়েছি’।

Muhiuddin Khan

যখন তাঁরা সে স্থানটি অতিক্রম করে গেলেন, মূসা সঙ্গী কে বললেনঃ আমাদের নাশতা আন। আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি।

Zohurul Hoque

তাঁরা যখন এগিয়ে গেলেন তখন তিনি তাঁর ভৃত্যকে বললেন, ''আমাদের সকালের খাবার আমাদের জন্য নিয়ে এস, আমাদের এই সফর থেকে আমরা আলবৎ পরিশ্রান্ত হয়ে পড়েছি।’’