কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৩
Qur'an Surah Al-Kahf Verse 3
কাহফ [১৮]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مَّاكِثِيْنَ فِيْهِ اَبَدًاۙ (الكهف : ١٨)
- mākithīna
- مَّٰكِثِينَ
- (They will) abide
- তারা বসবাসকারী (হবে)
- fīhi
- فِيهِ
- in it
- মধ্যে তার
- abadan
- أَبَدًا
- forever
- চিরকাল
Transliteration:
Maakiseena feehi abadaa(QS. al-Kahf:3)
English Sahih International:
In which they will remain forever (QS. Al-Kahf, Ayah ৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাতে তারা চিরকাল থাকবে। (কাহফ, আয়াত ৩)
Tafsir Ahsanul Bayaan
যেখানে তারা চিরস্থায়ী হবে।
Tafsir Abu Bakr Zakaria
যাতে তারা স্থায়ীভাবে অবস্থান করবে,
Tafsir Bayaan Foundation
তারা তাতে অনন্তকাল অবস্থান করবে।
Muhiuddin Khan
তারা তাতে চিরকাল অবস্থান করবে।
Zohurul Hoque
সেখানে তারা থাকবে চিরকাল,