Skip to content

কুরআন মজীদ সূরা বনী ইসরাঈল আয়াত ৮৭

Qur'an Surah Al-Isra Verse 87

বনী ইসরাঈল [১৭]: ৮৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَۗ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا (الإسراء : ١٧)

illā
إِلَّا
Except
কিন্তু
raḥmatan
رَحْمَةً
a mercy
(তা না করা) অনুগ্রহ
min
مِّن
from
থেকে
rabbika
رَّبِّكَۚ
your Lord
তোমার রব
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
faḍlahu
فَضْلَهُۥ
His Bounty
তাঁর অনুগ্রহ
kāna
كَانَ
is
হলো
ʿalayka
عَلَيْكَ
upon you
তোমার উপর
kabīran
كَبِيرًا
great
বিরাট

Transliteration:

Illaa rahmatam mir Rabbik; inna fadlahoo kaana 'alaika kabeeraa (QS. al-ʾIsrāʾ:87)

English Sahih International:

Except [We have left it with you] as a mercy from your Lord. Indeed, His favor upon you has ever been great. (QS. Al-Isra, Ayah ৮৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার প্রতিপালকের দয়া ছাড়া। তোমার প্রতি তাঁর অনুগ্রহ (সত্যিই) বিরাট। (বনী ইসরাঈল, আয়াত ৮৭)

Tafsir Ahsanul Bayaan

(এটা প্রত্যাহার না করা) তোমার প্রতিপালকের দয়ামাত্র;[১] নিশ্চয় তোমার প্রতি আছে তাঁর মহা অনুগ্রহ।

[১] যে, তিনি অবতীর্ণ অহীকে ছিনিয়ে নেননি অথবা তিনি তাঁর অহী দ্বারা তোমাকে সম্মানিত করেছেন।

Tafsir Abu Bakr Zakaria

তবে এটা প্রত্যাহার না করা আপনার রবের দয়া; নিশ্চয় আপনার প্রতি আছে তাঁর মহাঅনুগ্রহ [১]।

[১] এ কুরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করা, তাকে রাসূল হিসেবে প্রেরণ করা, তাকে আল্লাহর বন্ধু মনোনীত করা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। তিনি তাঁর বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে এ অনুগ্রহের কথা এ আয়াতে এবং কুরআনের অন্যত্রও এ অনুগ্রহকে স্মরণ করিয়ে দেয়া হয়েছে। [যেমন, সূরা আন-নিসাঃ ১১৩, সূরা আল-ফাতহঃ ১-২, সূরা আশ-শারহঃ ১-৫]

Tafsir Bayaan Foundation

তবে তোমার রবের পক্ষ থেকে (এটা) রহমতস্বরূপ; নিশ্চয় তোমার প্রতি তাঁর অনুগ্রহ বিরাট।

Muhiuddin Khan

এ প্রত্যাহার না করা আপনার পালনকর্তার মেহেরবানী। নিশ্চয় আপনার প্রতি তাঁর করুণা বিরাট।

Zohurul Hoque

কিন্তু এটি তোমার প্রভুর কাছ থেকে করুণা। নিঃসন্দেহ তোমার প্রতি তাঁর করুণা অতি বিরাট।