কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৯২
Qur'an Surah Al-Hijr Verse 92
হিজর [১৫]: ৯২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَوَرَبِّكَ لَنَسْـَٔلَنَّهُمْ اَجْمَعِيْنَۙ (الحجر : ١٥)
- fawarabbika
- فَوَرَبِّكَ
- So by your Lord
- সুতরাং তোমার রবের শপথ
- lanasalannahum
- لَنَسْـَٔلَنَّهُمْ
- surely We will question them
- অবশ্যই আমরা জিজ্ঞাসা করবো তাদের
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all
- সকলকে
Transliteration:
Fawa Rabbika lanas'a lannahum ajma'een(QS. al-Ḥijr:92)
English Sahih International:
So by your Lord, We will surely question them all (QS. Al-Hijr, Ayah ৯২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অতএব শপথ তোমার রব্বের! তাদের সববাইকে অবশ্য অবশ্যই আমি জিজ্ঞেস করব । (হিজর, আয়াত ৯২)
Tafsir Ahsanul Bayaan
সুতরাং তোমার প্রতিপালকের শপথ! আমি তাদের সকলকে প্রশ্ন করবই।
Tafsir Abu Bakr Zakaria
কাজেই শপথ আপনার রবের! অবশ্যই আমরা তাদের সবাইকে প্রশ্ন করবই,
Tafsir Bayaan Foundation
অতএব তোমার রবের কসম, আমি তাদের সকলকে অবশ্যই জেরা করব,
Muhiuddin Khan
অতএব আপনার পালনকর্তার কসম, আমি অবশ্যই ওদের সবাইকে জিজ্ঞাসাবাদ করব।
Zohurul Hoque
সুতরাং, তোমার প্রভুর কসম! আমরা নিশ্চয়ই তাদের সবাইকে প্রশ্ন করব --