Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৭৩

Qur'an Surah Al-Hijr Verse 73

হিজর [১৫]: ৭৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِيْنَۙ (الحجر : ١٥)

fa-akhadhathumu
فَأَخَذَتْهُمُ
So seized them
অতঃপর তাদের ধরলো
l-ṣayḥatu
ٱلصَّيْحَةُ
the awful cry
বিরাট আওয়াজ
mush'riqīna
مُشْرِقِينَ
at sunrise
সূর্যোদয় হ'তেই

Transliteration:

Fa akhazat humus saihatu mushriqeen (QS. al-Ḥijr:73)

English Sahih International:

So the shriek seized them at sunrise. (QS. Al-Hijr, Ayah ৭৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সূর্যোদয়ের সময়ে এক প্রচন্ড ধ্বনি তাদের উপর আঘাত হানল। (হিজর, আয়াত ৭৩)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর সূর্যোদয়ের সময়ে বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল। [১]

[১] সূর্য উদয়ের সময় এক বিকট আওয়াজ এসে তাদেরকে ধ্বংস করে ফেলল। কেউ কেউ বলেন, এই বিকট শব্দ ছিল জিবরীল (আঃ)-এর।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর সূর্যোদয়ের সময় প্রকাণ্ড চীৎকার তাদেরকে পাকড়াও করল;

Tafsir Bayaan Foundation

অতএব সূর্যোদয়কালে বিকট আওয়াজ তাদের পেয়ে বসল।

Muhiuddin Khan

অতঃপর সুর্যোদয়ের সময় তাদেরকে প্রচন্ড একটি শব্দ এসে পাকড়াও করল।

Zohurul Hoque

কাজেই এক মহাধ্বনি তাদের পাকড়াও করল সূর্যোদয়কালে।