কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৪১
Qur'an Surah Al-Hijr Verse 41
হিজর [১৫]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ هٰذَا صِرَاطٌ عَلَيَّ مُسْتَقِيْمٌ (الحجر : ١٥)
- qāla
- قَالَ
- He said
- তিনি বললেন
- hādhā
- هَٰذَا
- "This
- "এটা
- ṣirāṭun
- صِرَٰطٌ
- (is) the way
- পথ
- ʿalayya
- عَلَىَّ
- to Me
- আমার দিকে
- mus'taqīmun
- مُسْتَقِيمٌ
- straight
- সরল
Transliteration:
Qaala haaza Siraatun 'alaiya Mustaqeem(QS. al-Ḥijr:41)
English Sahih International:
[Allah] said, "This is a path [of return] to Me [that is] straight. (QS. Al-Hijr, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তিনি বললেন- (আমার বাছাই করা বান্দারা যে পথে চলছে) এটাই আমার কাছে পৌঁছার সরল সোজা পথ। (হিজর, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
তিনি বললেন, ‘এটাই আমার নিকট পৌঁছনোর সরল পথ। ( )
Tafsir Abu Bakr Zakaria
আল্লাহ্ বললেন, এটাই আমার কাছে পৌঁছার সরল পথ।
Tafsir Bayaan Foundation
তিনি বললেন, ‘এটা আমার দিকে আনয়নকারী সরল পথ’।
Muhiuddin Khan
আল্লাহ বললেনঃ এটা আমা পর্যন্ত সোজা পথ।
Zohurul Hoque
তিনি বললেন -- ''এটিই হচ্ছে আমার দিকে সহজ-সঠিক পথ।