Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৩১

Qur'an Surah Al-Hijr Verse 31

হিজর [১৫]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِلَّآ اِبْلِيْسَۗ اَبٰىٓ اَنْ يَّكُوْنَ مَعَ السّٰجِدِيْنَ (الحجر : ١٥)

illā
إِلَّآ
Except
ছাড়া
ib'līsa
إِبْلِيسَ
Iblis
ইবলীস
abā
أَبَىٰٓ
He refused
সে অস্বীকার করলো
an
أَن
to
যে
yakūna
يَكُونَ
be
হবে
maʿa
مَعَ
with
অন্তর্ভুক্ত
l-sājidīna
ٱلسَّٰجِدِينَ
those who prostrated
সিজদাকারীদের

Transliteration:

Illaaa ibleesa abaaa ai yakoona ma'as saajideen (QS. al-Ḥijr:31)

English Sahih International:

Except Iblees; he refused to be with those who prostrated. (QS. Al-Hijr, Ayah ৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ইবলীস বাদে, সে সাজদাহ্কারীদের দলভুক্ত হতে অস্বীকৃতি জানাল। (হিজর, আয়াত ৩১)

Tafsir Ahsanul Bayaan

কিন্তু ইবলীস করল না। সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।

Tafsir Abu Bakr Zakaria

ইবলীস ছাড়া, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।

Tafsir Bayaan Foundation

ইবলীস ছাড়া। সে সিজদাকারীদের সঙ্গী হতে অস্বীকার করল।

Muhiuddin Khan

কিন্তু ইবলীস-সে সেজদাকারীদের অন্তর্ভূক্ত হতে স্বীকৃত হল না।

Zohurul Hoque

ইবলিস ব্যতীত, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করল।