Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ১০

Qur'an Surah Al-Hijr Verse 10

হিজর [১৫]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَلَقَدْ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ فِيْ شِيَعِ الْاَوَّلِيْنَ (الحجر : ١٥)

walaqad
وَلَقَدْ
And certainly
এবং নিশ্চয়ই
arsalnā
أَرْسَلْنَا
We (had) sent
আমরা পাঠিয়েছি
min
مِن
before you
থেকে
qablika
قَبْلِكَ
before you
তোমার পূর্ব
فِى
in
কাছে (রাসূলদেরকে)
shiyaʿi
شِيَعِ
the sects
জাতিগুলোর
l-awalīna
ٱلْأَوَّلِينَ
(of) the former (people)
পূর্ববর্তী

Transliteration:

Wa laqad arsalnaa min qablika fee shiya'il awwaleen (QS. al-Ḥijr:10)

English Sahih International:

And We had certainly sent [messengers] before you, [O Muhammad], among the sects of the former peoples. (QS. Al-Hijr, Ayah ১০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার পূর্ববর্তী জাতিগুলোর কাছেও আমি রসূল পাঠিয়েছিলাম। (হিজর, আয়াত ১০)

Tafsir Ahsanul Bayaan

অবশ্যই তোমার পূর্বে আমি অনেক সম্প্রদায়ের নিকট রসূল পাঠিয়েছিলাম।

Tafsir Abu Bakr Zakaria

আর অবশ্যই আপনার আগে আমরা আগেকার অনেক সম্প্রদায়ের কাছে রাসূল পাঠিয়েছিলাম।

Tafsir Bayaan Foundation

আর আমি তোমার পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসূল প্রেরণ করেছি।

Muhiuddin Khan

আমি আপনার পূর্বে পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রসূল প্রেরণ করেছি।

Zohurul Hoque

আর তোমার আগে আমরা নিশ্চয়ই পাঠিয়েছিলাম প্রাচীনকালের সম্প্রদায়ের মধ্যে।