Skip to content

কুরআন মজীদ সূরা ইব্রাহীম আয়াত ৫০

Qur'an Surah Ibrahim Verse 50

ইব্রাহীম [১৪]: ৫০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

سَرَابِيْلُهُمْ مِّنْ قَطِرَانٍ وَّتَغْشٰى وُجُوْهَهُمُ النَّارُۙ (ابراهيم : ١٤)

sarābīluhum
سَرَابِيلُهُم
Their garments
তাদের জামাসমূহ (হবে)
min
مِّن
of
তৈরি
qaṭirānin
قَطِرَانٍ
tar
আলকাতরার
wataghshā
وَتَغْشَىٰ
and will cover
ও ছেয়ে ফেলবে
wujūhahumu
وُجُوهَهُمُ
their faces
তাদের মুখসমূহকে
l-nāru
ٱلنَّارُ
the Fire
আগুন

Transliteration:

Saraabeeluhum min qatiraaninw wa taghshaa wujoohahumun Naar (QS. ʾIbrāhīm:50)

English Sahih International:

Their garments of liquid pitch and their faces covered by the Fire (QS. Ibrahim, Ayah ৫০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের পোশাক হবে আলকাতরার আর আগুন তাদের মুখমন্ডল আচ্ছন্ন করবে। (ইব্রাহীম, আয়াত ৫০)

Tafsir Ahsanul Bayaan

তাদের জামা হবে আলকাতরার[১] এবং অগ্নি আচ্ছন্ন করবে তাদের মুখমন্ডল।

[১] যা দ্রুতদাহ্য; আগুনে সত্ত্বর জলে ওঠে। তা ছাড়া অগ্নি তাদের চেহারাকেও ঢেকে রাখবে।

Tafsir Abu Bakr Zakaria

তাদের জামা হবে আলকাতরার [১] এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারাসমূহকে [২];

[১] কোন কোন ব্যাখ্যাকার বলেন, (قطران) এর অর্থ প্রচণ্ড গরম তামা। [ইবন কাসীর] কারও কারও নিকট “কাতেরান” শব্দটি আলকাতরা, গালা ইত্যাদির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। যেগুলোতে সাধারণত আগুন বেশী প্রজ্জলিত হয়।

[২] এখানে বলা হচ্ছে যে, কাফেরদের মুখ আগুনে আচ্ছন্ন থাকবে। অন্যত্র আরো বলেছেনঃ "আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়” [সূরা আল-মু'মিনূনঃ ১০৪]

“হায়, যদি কাফিররা সে সময়ের কথা জানত যখন তারা তাদের মুখ ও পিছন দিক থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না!" [সূরা আল-আম্বিয়াঃ ৩৯]

Tafsir Bayaan Foundation

তাদের পোশাক হবে আলকাতরার* এবং আগুন তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে।

* قطران হচ্ছে এমন আলকাতরা, যাতে দ্রুত আগুন দাউ দাউ করে জ্বলে উঠে।

Muhiuddin Khan

তাদের জামা হবে দাহ্য আলকাতরার এবং তাদের মুখমন্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে।

Zohurul Hoque

তাদের জামা হবে পীচের, আর তাদের মুখমন্ডল আবৃত করে থাকবে আগুন, --