কুরআন মজীদ সূরা ইব্রাহীম আয়াত ৪৯
Qur'an Surah Ibrahim Verse 49
ইব্রাহীম [১৪]: ৪৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَتَرَى الْمُجْرِمِيْنَ يَوْمَىِٕذٍ مُّقَرَّنِيْنَ فِى الْاَصْفَادِۚ (ابراهيم : ١٤)
- watarā
- وَتَرَى
- And you will see
- এবং তুমি দেখবে
- l-muj'rimīna
- ٱلْمُجْرِمِينَ
- the criminals
- অপরাধীদেরকে
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- (on) that Day
- সেদিন
- muqarranīna
- مُّقَرَّنِينَ
- bound together
- কঠোরভাবে বাঁধা
- fī
- فِى
- in
- মধ্যে
- l-aṣfādi
- ٱلْأَصْفَادِ
- the chains
- শেকলসমূহের
Transliteration:
Wa taral mujrimeena Yawma 'izim muqarraneena filasfaad(QS. ʾIbrāhīm:49)
English Sahih International:
And you will see the criminals that Day bound together in irons, (QS. Ibrahim, Ayah ৪৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শৃঙ্খলে তাদের হাত পা শক্ত করে বাঁধা। (ইব্রাহীম, আয়াত ৪৯)
Tafsir Ahsanul Bayaan
সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে শিকল দ্বারা বাঁধা অবস্থায়।
Tafsir Abu Bakr Zakaria
আর যেদিন আপনি অপরাধীদেরকে দেখবেন পরস্পর শৃংখলিত অবস্থায় [১],
[১] অর্থাৎ যেদিন সমস্ত মানুষ মহান বিচারপতি আল্লাহর সামনে সম্পূর্ণরূপে প্রকাশিত হবে। তখন যদি আপনি অপরাধীদের দিকে দেখতেন যারা কুফরি ও ফাসাদ সৃষ্টি করে অপরাধ করে বেড়িয়েছে, তারা সেদিন শৃঙ্খলিত অবস্থায় থাকবে। [ইবন কাসীর] এখানে কয়েকটি অর্থ হতে পারে, একঃ কাফেরগণকে তাদের সমমনা সাথীদের সাথে একসাথে শৃংখলিত অবস্থায় রাখা হবে। [ইবন কাসীর] যেমন অন্য আয়াতে এসেছে, “(ফেরেশতাদেরকে বলা হবে,) ‘একত্র কর যালিম ও তাদের সহচরদেরকে এবং তাদেরকে যাদের ইবাদাত করত তারা---" [সূরা আস-সাফফাত; ২২]
আরও এসেছে, “আর যখন দেহে আত্মাসমূহ সংযোজিত হবে” [সূরা আত-তাকওয়ীর; ৭]
যাতে করে শাস্তি বেশী ভোগ করতে পারে। কেউ কারো থেকে পৃথক হবে না। পরস্পরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে। দুইঃ তারা নিজেদের হাত ও পা শৃংখলিত অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। [কুরতুবী] তিন, কাফের ও তাদের সাথে যে শয়তানগুলো আছে সেগুলোকে একসাথে শৃংখলিত করে রাখা হবে। [বাগভী; কুরতুবী] এমনও হতে পারে যে, সব কয়টি অর্থই এখানে উদ্দেশ্য।
Tafsir Bayaan Foundation
আর সে দিন তুমি অপরাধীদের দেখবে তারা শিকলে বাঁধা।
Muhiuddin Khan
তুমি ঐদিন পাপীদেরকে পরস্পরে শৃংখলা বদ্ধ দেখবে।
Zohurul Hoque
আর তুমি দেখতে পাবে -- অপরাধীরা সেইদিন শিকলের মধ্যে বাঁধা অবস্থায়, --