Skip to content

কুরআন মজীদ সূরা ইব্রাহীম আয়াত ৪১

Qur'an Surah Ibrahim Verse 41

ইব্রাহীম [১৪]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ ࣖ (ابراهيم : ١٤)

rabbanā
رَبَّنَا
Our Lord!
হে আমাদের রব
igh'fir
ٱغْفِرْ
Forgive
মাফ করো
لِى
me
আমাকে
waliwālidayya
وَلِوَٰلِدَىَّ
and my parents
ও আমার পিতামাতাকে
walil'mu'minīna
وَلِلْمُؤْمِنِينَ
and the believers
ও মু'মিনদেরকে
yawma
يَوْمَ
(on) the Day
যে দিনে
yaqūmu
يَقُومُ
will (be) established
প্রতিষ্ঠিত হবে
l-ḥisābu
ٱلْحِسَابُ
the account"
হিসেব"

Transliteration:

Rabbanagh fir lee wa liwaalidaiya wa lilmu'mineena Yawma yaqoomul hisaab (QS. ʾIbrāhīm:41)

English Sahih International:

Our Lord, forgive me and my parents and the believers the Day the account is established." (QS. Ibrahim, Ayah ৪১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

হে আমাদের প্রতিপালক! হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা-মাতাকে আর মু’মিনদেরকে ক্ষমা করে দিও, (ইব্রাহীম, আয়াত ৪১)

Tafsir Ahsanul Bayaan

হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে[১] এবং বিশ্বাসীদেরকে ক্ষমা করো।’

[১] ইবরাহীম (আঃ) এই দু'আ তখন করেছিলেন যখন তাঁর কাছে স্বীয় পিতার ব্যাপারে আল্লাহর দুশমন হওয়ার কথা প্রকাশ পায়নি। যখন প্রকাশ পেয়ে গেল যে, তাঁর পিতা আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্কছিন্নতা ব্যক্ত করলেন। কেননা যতই নিকটাত্মীয় হোক না কেন, মুশরিকদের জন্য (ক্ষমা প্রার্থনার) দু'আ করা বৈধ নয়।

Tafsir Abu Bakr Zakaria

‘হে আমার রব! যেদিন হিসেব অনুষ্ঠিত হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন [১]।’

[১] সবশেষে একটি ব্যাপক অর্থবোধক দো’আ করলেন,
‘হে আমার রব! আমাকে আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন ঐদিন, যেদিন হাশরের ময়দানে সারাজীবনের কাজকর্মের হিসাব নেয়া হবে। এতে তিনি মাতা-পিতার জন্যও মাগফেরাতের দো'আ করেছেন। অথচ পিতা অর্থাৎ আযর যে কাফের ছিল, তা কুরআনুল কারীমেই উল্লেখিত রয়েছে। সম্ভবতঃ এ দো’আটি তখন করেছেন, যখন ইবরাহীম আলাইহিস সালাম-কে কাফেরদের জন্য দো’আ করতে নিষেধ করা হয়নি। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

‘হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন’।

Muhiuddin Khan

হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে।

Zohurul Hoque

''আমাদের প্রভু! আমাকে পরিত্রাণ করো, আর আমার পিতামাতাকেও আর বিশ্বাসিগণকেও -- যেদিন হিসাবপত্র নেওয়া হবে তখন।’’