Skip to content

কুরআন মজীদ সূরা ইব্রাহীম আয়াত ৪০

Qur'an Surah Ibrahim Verse 40

ইব্রাহীম [১৪]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِيْۖ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاۤءِ (ابراهيم : ١٤)

rabbi
رَبِّ
My Lord!
হে আমার রব
ij'ʿalnī
ٱجْعَلْنِى
Make me
আমাকে বানাও
muqīma
مُقِيمَ
an establisher
প্রতিষ্ঠাকারী
l-ṣalati
ٱلصَّلَوٰةِ
(of) the prayer
সালাত
wamin
وَمِن
and from
এবং থেকে
dhurriyyatī
ذُرِّيَّتِىۚ
my offsprings
আমার বংশধরদের
rabbanā
رَبَّنَا
Our Lord!
হে আমাদের রব
wataqabbal
وَتَقَبَّلْ
and accept
এবং তুমি কবুল করো
duʿāi
دُعَآءِ
my prayer
আমার দোয়া

Transliteration:

Rabbij 'alnee muqeemas Salaati wa min zurriyyatee Rabbanaa wa taqabbal du'aaa' (QS. ʾIbrāhīm:40)

English Sahih International:

My Lord, make me an establisher of prayer, and [many] from my descendants. Our Lord, and accept my supplication. (QS. Ibrahim, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদেরকেও, হে আমাদের প্রতিপালক! তুমি আমার প্রার্থনা কবূল কর। (ইব্রাহীম, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

হে আমার প্রতিপালক! আমাকে নামায প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার বংশধরদের মধ্য হতেও।[১] হে আমাদের প্রতিপালক! আমার দুআ কবুল কর।

[১] নিজের সাথে স্বীয় সন্তানদের জন্যও দু'আ করলেন। ইতিপূর্বেও নিজের সাথে স্বীয় সন্তানদের জন্য দু'আ করলেন যে, তাদেরকে পাথরের মূর্তিপূজা থেকে বাঁচিয়ে রাখো। এ থেকে জানা গেল যে, দ্বীনের আহবায়কদেরকে স্বীয় পরিবারের হিদায়াত এবং তাদের দ্বীনী শিক্ষা-দীক্ষার ব্যাপারে উদাসীন থাকা উচিত নয়। বরং দাওয়াত ও তবলীগে তাদেরকে প্রাথমিক পর্যায়ে রাখা উচিত। যেমন মহান আল্লাহ স্বীয় শেষ নবী মুহাম্মাদ (সাঃ)-কেও নির্দেশ দিয়েছেন; ﴿وَأَنذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ﴾ অর্থাৎ, স্বীয় নিকটাত্মীয়দেরকে সতর্ক কর। (সূরা শু'আরা ২৬;২১৪)

Tafsir Abu Bakr Zakaria

‘হে আমার রব! আমাকে সালাত কয়েমকারী করুন এবং আমার বংশধরদের মধ্য হতেও। হে আমাদের রব! আর আমার দো’আ কবূল করুন [১]।

[১] প্রশংসা বর্ণনার পর আবার দো’আয় মশগুল হয়ে যানঃ

(رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلٰوةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ)

এতে নিজের জন্য ও সন্তানদের জন্য সালাত কায়েম রাখার দো’আ করেন। অতঃপর কাকুতি-মিনতি সহকারে আবেদন করেন যে, হে আমার পালনকর্তা! আমার দো’আ কবুল করুন। এখানে সালাতে কায়েম রাখার অর্থ, সালাতের হিফাযতকারী এবং এর সীমারেখা যথাযথভাবে কায়েম করা বুঝানো হয়েছে। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

‘হে আমার রব, আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও, হে আমাদের রব, আর আমার দো‘আ কবূল করুন’।

Muhiuddin Khan

হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।

Zohurul Hoque

''আমার প্রভু! আমাকে নামাযে সুপ্রতিষ্ঠিত করে দাও, আর আমার বংশধরদের থেকেও, আমাদের প্রভু! আর আমার প্রার্থনা কবুল করো।