কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ৯১
Qur'an Surah Yusuf Verse 91
ইউসূফ [১২]: ৯১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا تَاللّٰهِ لَقَدْ اٰثَرَكَ اللّٰهُ عَلَيْنَا وَاِنْ كُنَّا لَخٰطِـِٕيْنَ (يوسف : ١٢)
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বললো
- tal-lahi
- تَٱللَّهِ
- "By Allah
- "শপথ আল্লাহর
- laqad
- لَقَدْ
- certainly
- নিশ্চয়ই
- ātharaka
- ءَاثَرَكَ
- Allah has preferred you
- তোমাকে প্রাধান্য দিয়েছেন
- l-lahu
- ٱللَّهُ
- Allah has preferred you
- আল্লাহ
- ʿalaynā
- عَلَيْنَا
- over us
- আমাদের উপর
- wa-in
- وَإِن
- and indeed
- এবং নিশ্চয়ই
- kunnā
- كُنَّا
- we have been
- আমরা ছিলাম
- lakhāṭiīna
- لَخَٰطِـِٔينَ
- sinners"
- অবশ্যই অপরাধী"
Transliteration:
Qaaloo tallaahi laqad aasarakal laahu 'alainaa wa in kunnaa lakhaati'een(QS. Yūsuf:91)
English Sahih International:
They said, "By Allah, certainly has Allah preferred you over us, and indeed, we have been sinners." (QS. Yusuf, Ayah ৯১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলল, ‘আল্লাহর কসম! আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দিয়েছেন, আমরাই ছিলাম অপরাধী।’ (ইউসূফ, আয়াত ৯১)
Tafsir Ahsanul Bayaan
তারা বলল, ‘আল্লাহর শপথ! আল্লাহ নিশ্চয় তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং নিঃসন্দেহে আমরাই ছিলাম অপরাধী।’ [১]
[১] ভায়েরা ইউসুফ (আঃ)-এর এই মহিমা দেখে নিজেদের দোষ-ত্রুটি স্বীকার করে নিলেন।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলল, ‘আল্লাহ্র শপথ! আল্লাহ্ নিশ্চয়ই তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন এবং আমরা তো অপরাধী ছিলাম।’
Tafsir Bayaan Foundation
তারা বলল, ‘আল্লাহর কসম, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরাই ছিলাম অপরাধী’।
Muhiuddin Khan
তারা বললঃ আল্লাহর কসম, আমাদের চাইতে আল্লাহ তোমাকে পছন্দ করেছেন এবং আমরা অবশ্যই অপরাধী ছিলাম।
Zohurul Hoque
তারা বললে, ''আল্লাহ্র কসম! আল্লাহ্ অবশ্যই আমাদের উপরে তোমাকে প্রাধান্য দিয়েছেন, আর আমরা নিশ্চয় পাপী ছিলাম।’’