কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ৭১
Qur'an Surah Yusuf Verse 71
ইউসূফ [১২]: ৭১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا وَاَقْبَلُوْا عَلَيْهِمْ مَّاذَا تَفْقِدُوْنَ (يوسف : ١٢)
- qālū
- قَالُوا۟
- They said
- তারা বললো
- wa-aqbalū
- وَأَقْبَلُوا۟
- turning towards
- এবং এগিয়ে এলো
- ʿalayhim
- عَلَيْهِم
- them
- দিকে তাদের
- mādhā
- مَّاذَا
- "What (is it)
- "কি
- tafqidūna
- تَفْقِدُونَ
- you miss?"
- তোমরা হারিয়েছো"
Transliteration:
Qaaloo wa aqbaloo 'alaihim maazaa tafqidoon(QS. Yūsuf:71)
English Sahih International:
They said while approaching them, "What is it you are missing?" (QS. Yusuf, Ayah ৭১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা তাদের দিকে ফিরে বলল, ‘তোমাদের কী হারিয়েছে?’ (ইউসূফ, আয়াত ৭১)
Tafsir Ahsanul Bayaan
তারা তাদের দিকে চেয়ে বলল, ‘তোমরা কি হারিয়েছ?’
Tafsir Abu Bakr Zakaria
তারা ওদের দিকে চেয়ে বলল, ‘তোমরা কী হারিয়েছ [১]?’
(১) অর্থাৎ ইউসুফ-ভ্রাতাগণ ঘোষণাকারীদের দিকে মুখ ফিরিয়ে বললঃ তোমরা আমাদেরকে চোর বলছ। প্রথমে একথা আমাদের বল যে, তোমাদের কি বস্তু চুরি হয়েছে?
Tafsir Bayaan Foundation
তারা ওদের দিকে ফিরে বলল, ‘তোমরা কী হারিয়েছ’?
Muhiuddin Khan
তারা ওদের দিকে মুখ করে বললঃ তোমাদের কি হারিয়েছে?
Zohurul Hoque
তারা তাদের নিকটে এসে বললে -- ''কি জিনিস তোমরা হারিয়েছ?’’