কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ৩৯
Qur'an Surah Yusuf Verse 39
ইউসূফ [১২]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يٰصَاحِبَيِ السِّجْنِ ءَاَرْبَابٌ مُتَفَرِّقُوْنَ خَيْرٌ اَمِ اللّٰهُ الْوَاحِدُ الْقَهَّارُۗ (يوسف : ١٢)
- yāṣāḥibayi
- يَٰصَىٰحِبَىِ
- O my two companions
- হে সঙ্গী দু'জন
- l-sij'ni
- ٱلسِّجْنِ
- (of) the prison!
- কারাগারের
- a-arbābun
- ءَأَرْبَابٌ
- Are lords
- কি বহু রব
- mutafarriqūna
- مُّتَفَرِّقُونَ
- separate
- পৃথক পৃথক
- khayrun
- خَيْرٌ
- better
- উত্তম
- ami
- أَمِ
- or
- না কি
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- আল্লাহ
- l-wāḥidu
- ٱلْوَٰحِدُ
- the One
- এক (উত্তম রব)
- l-qahāru
- ٱلْقَهَّارُ
- the Irresistible?
- (যিনি) মহাপরাক্রমশালী
Transliteration:
Yaa saahibayis sijni 'a-arbaabum mutafarriqoona khayrun amil laahul waahidul qahhaar(QS. Yūsuf:39)
English Sahih International:
O [my] two companions of prison, are separate lords better or Allah, the One, the Prevailing? (QS. Yusuf, Ayah ৩৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে আমার জেলের সঙ্গীদ্বয়! ভিন্ন ভিন্ন প্রতিপালক ভালো, না মহাপরাক্রমশালী এক আল্লাহ? (ইউসূফ, আয়াত ৩৯)
Tafsir Ahsanul Bayaan
হে আমার কারা-সঙ্গীদ্বয়![১] ভিন্ন ভিন্ন বহু প্রতিপালক শ্রেয়, না পরাক্রমশালী এক আল্লাহ? [২]
[১] 'কারাসঙ্গী' বা জেলখানার সাথী এই জন্য বলেছেন যে, এরা সকলে দীর্ঘ সময় ধরে জেলখানায় বন্দী হয়ে ছিল।
[২] অর্থাৎ, সত্তা, গুণ ও সংখ্যার দিক দিয়ে ভিন্ন ভিন্ন প্রতিপালক। অর্থাৎ, সেই সকল (কল্পিত) প্রতিপালক উত্তম, যারা নিজ নিজ সত্তার দিক থেকে এক অপর হতে আলাদা, গুণের দিক থেকে এক অপর হতে পৃথক এবং সংখ্যার দিক থেকেও বিভিন্ন, নাকি সেই আল্লাহ উত্তম, যিনি নিজ সত্তা ও গুণে একক, যাঁর কোন অংশীদার নেই এবং তিনি সকলের উপর পরাক্রমশালী ও ক্ষমতাবান?
Tafsir Abu Bakr Zakaria
'হে আমার কারা-সঙ্গীদ্বয়! ভিন্ন ভিন্ন বহু রব উত্তম, না মহাপ্রতাপশালী এক আল্লাহ্?
Tafsir Bayaan Foundation
হে আমার কারা সঙ্গীদ্বয়, বহু সংখ্যক ভিন্ন ভিন্ন রব ভাল নাকি মহাপরাক্রমশালী এক আল্লাহ’?
Muhiuddin Khan
হে কারাগারের সঙ্গীরা! পৃথক পৃথক অনেক উপাস্য ভাল, না পরাক্রমশালী এক আল্লাহ?
Zohurul Hoque
''হে আমার জেলখানার সঙ্গিদ্বয়! ভিন্ন ভিন্ন প্রভুসব ভাল, না একক সর্বশক্তিমান আল্লাহ্?