Skip to content

কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ১৬

Qur'an Surah Yusuf Verse 16

ইউসূফ [১২]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَجَاۤءُوْٓ اَبَاهُمْ عِشَاۤءً يَّبْكُوْنَۗ (يوسف : ١٢)

wajāū
وَجَآءُوٓ
And they came
এবং তারা আসলো
abāhum
أَبَاهُمْ
(to) their father
তাদের পিতার কাছে
ʿishāan
عِشَآءً
early at night
সন্ধ্যাকালে
yabkūna
يَبْكُونَ
weeping
কাঁদতে কাঁদতে

Transliteration:

Wa jaaa'ooo abaahum 'ishaaa 'any yabkoon (QS. Yūsuf:16)

English Sahih International:

And they came to their father at night, weeping. (QS. Yusuf, Ayah ১৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

রাতের প্রথম প্রহরে তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে আসল। (ইউসূফ, আয়াত ১৬)

Tafsir Ahsanul Bayaan

তারা রাতে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট এল।

Tafsir Abu Bakr Zakaria

আর তারা রাতের প্রথম প্রহরে কাঁদতে কাঁদতে তাদের পিতার কাছে আসল।

Tafsir Bayaan Foundation

আর তারা রাতের প্রথম ভাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসল।

Muhiuddin Khan

তারা রাতের বেলায় কাঁদতে কাঁদতে পিতার কাছে এল।

Zohurul Hoque

আর তারা তাদের পিতার কাছে কাঁদতে কাঁদতে এলো রাত্রিবেলায়।