কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ১
Qur'an Surah Yusuf Verse 1
ইউসূফ [১২]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
الۤرٰ ۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِۗ (يوسف : ١٢)
- alif-lam-ra
- الٓرۚ
- Alif Laam Ra
- আলিফ লাম-রা
- til'ka
- تِلْكَ
- These
- এই
- āyātu
- ءَايَٰتُ
- (are the) Verses
- আয়াতগুলো
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- (এমন) কিতাবের
- l-mubīni
- ٱلْمُبِينِ
- [the] clear
- (যা) সুস্পষ্ট
Transliteration:
Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Mubeen(QS. Yūsuf:1)
English Sahih International:
Alif, Lam, Ra. These are the verses of the clear Book. (QS. Yusuf, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আলিফ, লাম-রা, এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াতসমূহ। (ইউসূফ, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
আলিফ লা-ম রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Tafsir Abu Bakr Zakaria
আলিফ-লাম-রা; এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত [১]।
সূরা সংক্রান্ত আলোচনাঃ
নামকরণঃ এ সূরার নাম সূরা ইউসুফ। কারণ পুরো সূরা জুড়ে আছে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা।
আয়াত সংখ্যাঃ ১১১ ৷
নাযিল হওয়ার স্থানঃ সূরা ইউসুফ মক্কায় নাযিল হয়েছে। [কুরতুবী] ইবন আব্বাস ও কাতাদা বলেন, এর চারটি আয়াত মাদানী। [কুরতুবী]
সূরার কিছু বৈশিষ্ট্যঃ এ সূরায় ইউসুফ আলাইহিস সালাম-এর কাহিনী ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। এ কাহিনীটি শুধুমাত্র এ সূরাতেই উল্লেখিত হয়েছে। সমগ্র কুরআনে কোথাও এর পুনরাবৃত্তি করা হয়নি। এটা একমাত্র ইউসুফ আলাইহিস সালাম-এর কাহিনীরই বৈশিষ্ট্য। [কুরতুবী] এ ছাড়া অন্যসব আম্বিয়া 'আলাইহিমুস্ সালাম-এর কাহিনী ও ঘটনাবলী সমগ্র কুরআনে প্রাসঙ্গিকভাবে খণ্ড খণ্ডভাবে বর্ণনা করা হয়েছে এবং বার বার উল্লেখ করা হয়েছে। কোন কোন বর্ণনা দ্বারা বোঝা যায় যে, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে সুন্দর কিচ্ছা শোনানোর আব্দার করলে আল্লাহ্ তা'আলা সূরা ইউসুফ নাযিল করেন। [মুস্তাদরাক হাকেমঃ ২৩৪৫, সহীহ ইবন হিব্বানঃ ৬২০৯, আল-আহাদীসুল মুখতারাঃ ১০৬৯]
---------------
[১] অর্থাৎ এগুলো কুরআনের আয়াত। [ইবন কাসীর] সে গ্রন্থ যা হালাল ও হারামের বিধি-বিধান এবং প্রত্যেক কাজের সীমা ও শর্ত বর্ণনা করে। মানুষকে জীবনের প্রতি ক্ষেত্রের জন্য হেদায়াত ও সঠিক পথের দিশা জানিয়ে দেয়। [বাগভী; মুয়াসসার] কাতাদা বলেন, এ কুরআন অবশ্যই সুস্পষ্টভাবে বর্ণনাকারী। আল্লাহ্ তাঁর হেদায়াত ও পথের দিশা তাতে বর্ণনা করেছেন। [তাবারী]
Tafsir Bayaan Foundation
আলিফ-লাম-রা। এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত।
Muhiuddin Khan
আলিফ-লা-ম-রা; এগুলো সুস্পষ্ট গ্রন্থের আয়াত।
Zohurul Hoque
আলিফ, লাম, রা। এসব সুস্পষ্ট গ্রন্থের আয়াতসমূহ।