Skip to content

সূরা ইউসূফ - Page: 12

Yusuf

(Yūsuf)

১১১

لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِى الْاَلْبَابِۗ مَا كَانَ حَدِيْثًا يُّفْتَرٰى وَلٰكِنْ تَصْدِيْقَ الَّذِيْ بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيْلَ كُلِّ شَيْءٍ وَّهُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ ࣖ ١١١

laqad
لَقَدْ
নিশ্চয়ই
kāna
كَانَ
রয়েছে
فِى
মধ্যে
qaṣaṣihim
قَصَصِهِمْ
তাদের কাহিনীগুলোর
ʿib'ratun
عِبْرَةٌ
শিক্ষা
li-ulī
لِّأُو۟لِى
জন্যে সম্পন্নদের
l-albābi
ٱلْأَلْبَٰبِۗ
জ্ঞানবুদ্ধি
مَا
না
kāna
كَانَ
ছিলো
ḥadīthan
حَدِيثًا
এ কথা
yuf'tarā
يُفْتَرَىٰ
মনগড়া
walākin
وَلَٰكِن
কিন্তু
taṣdīqa
تَصْدِيقَ
সত্যায়নকারী
alladhī
ٱلَّذِى
যা
bayna
بَيْنَ
বিদ্যমান
yadayhi
يَدَيْهِ
তার সামনে
watafṣīla
وَتَفْصِيلَ
এবং বিশদ ব্যাখ্যা
kulli
كُلِّ
সব
shayin
شَىْءٍ
কিছুর
wahudan
وَهُدًى
এবং দিশা
waraḥmatan
وَرَحْمَةً
ও অনুগ্রহ
liqawmin
لِّقَوْمٍ
লোকদের জন্যে
yu'minūna
يُؤْمِنُونَ
(যারা) ঈমান আনে
এদের কাহিনীসমূহে বোধশক্তিসম্পন্ন মানুষদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। এ কুরআন কোন মিথ্যে রচনা নয়, বরং তাদের পূর্বে আগত কিতাবের প্রত্যয়নকারী আর যাবতীয় বিষয়ের বিস্তারিত বিররণে সমৃদ্ধ, আর মু’মিন সম্প্রদায়ের জন্য পথের দিশারী ও রহমাত। ([১২] ইউসূফ: ১১১)
ব্যাখ্যা