কুরআন মজীদ সূরা আন নাস আয়াত ২
Qur'an Surah An-Nas Verse 2
আন নাস [১১৪]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
مَلِكِ النَّاسِۙ (الناس : ١١٤)
- maliki
- مَلِكِ
- (The) King
- মহা অধিপতির (নিকট)
- l-nāsi
- ٱلنَّاسِ
- (of) mankind
- মানুষের
Transliteration:
Malikin naas(QS. an-Nās:2)
English Sahih International:
The Sovereign of mankind, (QS. An-Nas, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মানুষের অধিপতির, (আন নাস, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
যিনি মানুষের মালিক। [১]
[১] যে সত্তা সমস্ত মানুষের প্রতিপালন ও তত্ত্বাবধান করে থাকেন; তিনিই হলেন সকল কিছুর মালিক, অধিপতি ও রাজা হওয়ার উপযুক্ত।
Tafsir Abu Bakr Zakaria
‘মানুষের অধিপতির,
Tafsir Bayaan Foundation
মানুষের অধিপতি,
Muhiuddin Khan
মানুষের অধিপতির,
Zohurul Hoque
''মানুষের মালিকের, --