Skip to content

কুরআন মজীদ সূরা আন নাস আয়াত ১

Qur'an Surah An-Nas Verse 1

আন নাস [১১৪]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ (الناس : ١١٤)

qul
قُلْ
Say
বলো
aʿūdhu
أَعُوذُ
"I seek refuge
"আমি আশ্রয় চাই
birabbi
بِرَبِّ
in (the) Lord
রবের নিকট
l-nāsi
ٱلنَّاسِ
(of) mankind
মানুষের

Transliteration:

Qul a'uzu birabbin naas (QS. an-Nās:1)

English Sahih International:

Say, "I seek refuge in the Lord of mankind, (QS. An-Nas, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, (আন নাস, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

বল, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের প্রতিপালকের নিকট। [১]

[১] رَبّ (প্রতিপালক) এর অর্থ হল যে, যিনি শুরু থেকেই -- মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই -- তার তত্ত্বাবধান ও লালন-পালন করতে থাকেন; পরিশেষে সে সাবালক ও জ্ঞানসম্পন্ন হয়ে যায়। তাঁর এই কাজ শুধু কিছু সংখ্যক লোকের জন্য সীমাবদ্ধ নয়; বরং তা সকল মানুষের জন্য ব্যাপক। আবার কেবলমাত্র সকল মানুষের জন্যই সীমাবদ্ধ নয়; বরং তিনি সমস্ত সৃষ্টির প্রতিপালন করে থাকেন। এখানে কেবল 'মানুষ' শব্দ উল্লেখ করা হয়েছে মানুষের সেই মান ও মর্যাদাকে ব্যক্ত করার জন্য যা সকল সৃষ্টির উপরে রয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, ‘আমি আশ্ৰয় প্রার্থনা করছি মানুষের রবের,

Tafsir Bayaan Foundation

বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,

Muhiuddin Khan

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

Zohurul Hoque

তুমি বলে যাও -- ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --