সূরা আন নাস - শব্দ দ্বারা শব্দ
An-Nas
(an-Nās)
১
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ ١
- qul
- قُلْ
- বলো
- aʿūdhu
- أَعُوذُ
- "আমি আশ্রয় চাই
- birabbi
- بِرَبِّ
- রবের নিকট
- l-nāsi
- ٱلنَّاسِ
- মানুষের
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতিপালকের, ([১১৪] আন নাস: ১)ব্যাখ্যা
২
مَلِكِ النَّاسِۙ ٢
- maliki
- مَلِكِ
- মহা অধিপতির (নিকট)
- l-nāsi
- ٱلنَّاسِ
- মানুষের
মানুষের অধিপতির, ([১১৪] আন নাস: ২)ব্যাখ্যা
৩
اِلٰهِ النَّاسِۙ ٣
- ilāhi
- إِلَٰهِ
- ইলাহ্র (নিকট)
- l-nāsi
- ٱلنَّاسِ
- মানুষের
মানুষের প্রকৃত ইলাহর, ([১১৪] আন নাস: ৩)ব্যাখ্যা
৪
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ەۙ الْخَنَّاسِۖ ٤
- min
- مِن
- হতে
- sharri
- شَرِّ
- অমঙ্গল
- l-waswāsi
- ٱلْوَسْوَاسِ
- কুমন্ত্রণার
- l-khanāsi
- ٱلْخَنَّاسِ
- আত্নগোপনকারী
যে নিজেকে লুকিয়ে রেখে বার বার এসে কুমন্ত্রণা দেয় তার অনিষ্ট হতে, ([১১৪] আন নাস: ৪)ব্যাখ্যা
৫
الَّذِيْ يُوَسْوِسُ فِيْ صُدُوْرِ النَّاسِۙ ٥
- alladhī
- ٱلَّذِى
- যে
- yuwaswisu
- يُوَسْوِسُ
- কুমন্ত্রণা দেয়
- fī
- فِى
- মধ্যে
- ṣudūri
- صُدُورِ
- অন্তরসমূহের
- l-nāsi
- ٱلنَّاسِ
- মানুষের
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে ([১১৪] আন নাস: ৫)ব্যাখ্যা
৬
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ࣖ ٦
- mina
- مِنَ
- মধ্য হতে
- l-jinati
- ٱلْجِنَّةِ
- জিনের
- wal-nāsi
- وَٱلنَّاسِ
- ও মানুষের
(এই কুমন্ত্রণাদাতা হচ্ছে) জিন্নের মধ্য হতে এবং মানুষের মধ্য হতে। ([১১৪] আন নাস: ৬)ব্যাখ্যা