কুরআন মজীদ সূরা আল ফালাক্ব আয়াত ৫
Qur'an Surah Al-Falaq Verse 5
আল ফালাক্ব [১১৩]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ࣖ (الفلق : ١١٣)
- wamin
- وَمِن
- And from
- এবং হতে
- sharri
- شَرِّ
- (the) evil
- অনিষ্ট
- ḥāsidin
- حَاسِدٍ
- (of) an envier
- হিংসুকের
- idhā
- إِذَا
- when
- যখন
- ḥasada
- حَسَدَ
- he envies"
- সে হিংসা করে"
Transliteration:
Wa min shar ri haasidin iza hasad(QS. al-Falaq̈:5)
English Sahih International:
And from the evil of an envier when he envies." (QS. Al-Falaq, Ayah ৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে। (আল ফালাক্ব, আয়াত ৫)
Tafsir Ahsanul Bayaan
এবং অনিষ্ট হতে হিংসুকের, যখন সে হিংসা করে। [১]
[১] হিংসা তখন হয়, যখন হিংসাকারী হিংসিত ব্যক্তির নিয়ামতের ধ্বংস কামনা করে। সুতরাং তা থেকেও পানাহ চাওয়া হয়েছে। কেননা, হিংসাও এক জঘন্যতম চারিত্রিক ব্যাধি; যা মানুষের পুণ্যরাশিকে ধ্বংস করে ফেলে।
Tafsir Abu Bakr Zakaria
‘আর অনিষ্ট হতে হিংসুকের [১], যখন সে হিংসা করে [২]।’
[১] তৃতীয় বিষয় হচ্ছে, حسد যার শাব্দিক অর্থ হিংসা। হিংসার মানে হচ্ছে, কোন ব্যক্তিকে আল্লাহ্ যে অনুগ্রহ, শ্রেষ্ঠত্ব বা গুণাবলী দান করেছে তা দেখে কোন ব্যাক্তি নিজের মধ্যে জ্বালা অনুভব করে এবং তার থেকে ওগুলো ছিনিয়ে নিয়ে এ দ্বিতীয় ব্যক্তিকে দেয়া হোক, অথবা কমপক্ষে তার থেকে সেগুলো অবশ্যি ছিনিয়ে নেয়া হোক- এ আশা করা। তবে কোন ব্যক্তি যদি আশা করে অন্যের প্রতি যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতিও তাই করা হোক, তাহলে এটাকে হিংসার সংজ্ঞায় ফেলা যায় না। সুতরাং, হিংসার মূল হলো, কারও নেয়ামত ও সুখ দেখে দগ্ধ হওয়া ও সে নেয়ামতের অবসান কামনা করা। হিংসার কারণেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর ইহুদীরা জাদু করেছিল, হত্যার প্রচেষ্টা চালানো হয়েছিল।
তাছাড়া ইহুদী, মুশরিক ও মুনাফিকরা মুসলিমদের ইসলামের নেয়ামত পাওয়া দেখে হিংসার অনলে দগ্ধ হত। তাই এ সূরা যেন কুরআনের শেষের দিকে এসেছে মুসলমানদেরকে তাদের নেয়ামত এবং এ নেয়ামতের কারণে তাদের প্রতি হিংসুকদের হিংসা করার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যেই এসেছে। [আদ্ওয়াউল বায়ান] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি হিংসা পোষনকারীর সংখ্যা জগতে অনেক। এ কারণেও বিশেষভাবে হিংসা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে এবং রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এ ব্যাপারে নির্দেশ প্ৰদান করা হয়েছে। [তাবারী] এই হিংসা হারাম ও মহাপাপ। এটাই আকাশে কৃত সর্বপ্রথম গোনাহ এবং এটাই পৃথিবীতে কৃত সর্বপ্রথম গোনাহ। আকাশে ইবলীস আদম আলাইহিস সালাম এর প্রতি এবং পৃথিবীতে আদমপুত্র তার ভাইয়ের প্রতি হিংসা করেছিল। [কুরতুবী]
[২] এখানে বলা হয়েছে, ‘হিংসুক যখন হিংসা করে’ অর্থাৎ তার মনের আগুন নিভাবার জন্য নিজের কথা ও কাজের মাধ্যমে কোন পদক্ষেপ নেয়, তার হিংসাকে প্রকাশ করে, সেই অবস্থায় তার অনিষ্টকারি তা থেকে বাঁচার জন্য আল্লাহ্র আশ্রয় চাওয়া হয়েছে। [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।
Muhiuddin Khan
এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।
Zohurul Hoque
''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’