সূরা আল ফালাক্ব - শব্দ দ্বারা শব্দ
Al-Falaq
(al-Falaq̈)
১
قُلْ اَعُوْذُ بِرَبِّ الْفَلَقِۙ ١
- qul
- قُلْ
- বলো
- aʿūdhu
- أَعُوذُ
- "আমি আশ্রয় চাই
- birabbi
- بِرَبِّ
- স্রষ্টার নিকট
- l-falaqi
- ٱلْفَلَقِ
- প্রভাতের
বল, ‘আমি আশ্রয় চাচ্ছি সকাল বেলার রব-এর, ([১১৩] আল ফালাক্ব: ১)ব্যাখ্যা
২
مِنْ شَرِّ مَا خَلَقَۙ ٢
- min
- مِن
- হতে
- sharri
- شَرِّ
- অনিষ্ট
- mā
- مَا
- যা
- khalaqa
- خَلَقَ
- তিনি সৃষ্টি করেছেন
তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে, ([১১৩] আল ফালাক্ব: ২)ব্যাখ্যা
৩
وَمِنْ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ ٣
- wamin
- وَمِن
- এবং হতে
- sharri
- شَرِّ
- অনিষ্ট
- ghāsiqin
- غَاسِقٍ
- রাতের অন্ধকারের
- idhā
- إِذَا
- যখন
- waqaba
- وَقَبَ
- তা গভীর হয়
আর অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন হয়ে যায়। ([১১৩] আল ফালাক্ব: ৩)ব্যাখ্যা
৪
وَمِنْ شَرِّ النَّفّٰثٰتِ فِى الْعُقَدِۙ ٤
- wamin
- وَمِن
- এবং হতে
- sharri
- شَرِّ
- অনিষ্ট
- l-nafāthāti
- ٱلنَّفَّٰثَٰتِ
- ফুঁকদানকারীর (রাতের) অনিষ্ট
- fī
- فِى
- মধ্যে
- l-ʿuqadi
- ٱلْعُقَدِ
- গিঁটগুলোর
এবং (জাদু করার উদ্দেশ্যে) গিরায় ফুৎকারকারিণীদের অনিষ্ট হতে, ([১১৩] আল ফালাক্ব: ৪)ব্যাখ্যা
৫
وَمِنْ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ࣖ ٥
- wamin
- وَمِن
- এবং হতে
- sharri
- شَرِّ
- অনিষ্ট
- ḥāsidin
- حَاسِدٍ
- হিংসুকের
- idhā
- إِذَا
- যখন
- ḥasada
- حَسَدَ
- সে হিংসা করে"
এবং হিংসুকের অনিষ্ট হতে, যখন সে হিংসা করে। ([১১৩] আল ফালাক্ব: ৫)ব্যাখ্যা