সূরা আল ইখলাস - শব্দ দ্বারা শব্দ
Al-Ikhlas
(al-ʾIkhlāṣ)
১
قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌۚ ١
- qul
- قُلْ
- বলো
- huwa
- هُوَ
- "তিনি
- l-lahu
- ٱللَّهُ
- আল্লাহ
- aḥadun
- أَحَدٌ
- এক-অদ্বিতীয়
বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, ([১১২] আল ইখলাস: ১)ব্যাখ্যা
২
اَللّٰهُ الصَّمَدُۚ ٢
- al-lahu
- ٱللَّهُ
- আল্লাহ
- l-ṣamadu
- ٱلصَّمَدُ
- অমুখাপেক্ষী
আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী, ([১১২] আল ইখলাস: ২)ব্যাখ্যা
৩
لَمْ يَلِدْ وَلَمْ يُوْلَدْۙ ٣
- lam
- لَمْ
- নি
- yalid
- يَلِدْ
- তিনি (কাউকে) জন্ম দেন
- walam
- وَلَمْ
- এবং নি
- yūlad
- يُولَدْ
- তাঁকে জন্ম দেয়া হয়
তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি। ([১১২] আল ইখলাস: ৩)ব্যাখ্যা
৪
وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ ࣖ ٤
- walam
- وَلَمْ
- এবং নাই
- yakun
- يَكُن
- (হয়)
- lahu
- لَّهُۥ
- তাঁর
- kufuwan
- كُفُوًا
- সমতুল্য/ সমান
- aḥadun
- أَحَدٌۢ
- কেউই"
তাঁর সমকক্ষ কেউ নয়। ([১১২] আল ইখলাস: ৪)ব্যাখ্যা