Skip to content

সূরা আন নাসর - শব্দ দ্বারা শব্দ

An-Nasr

(an-Naṣr)

bismillaahirrahmaanirrahiim

اِذَا جَاۤءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ ١

idhā
إِذَا
যখন
jāa
جَآءَ
আসবে
naṣru
نَصْرُ
সাহায্য
l-lahi
ٱللَّهِ
আল্লাহর
wal-fatḥu
وَٱلْفَتْحُ
ও বিজয়
যখন আসবে আল্লাহর সাহায্য ও (ইসলামের চূড়ান্ত) বিজয়, ([১১০] আন নাসর: ১)
ব্যাখ্যা

وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِيْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًاۙ ٢

wara-ayta
وَرَأَيْتَ
এবং তুমি দেখবে
l-nāsa
ٱلنَّاسَ
মানুষকে
yadkhulūna
يَدْخُلُونَ
প্রবেশ করছে
فِى
মধ্যে
dīni
دِينِ
দীনের
l-lahi
ٱللَّهِ
আল্লাহর
afwājan
أَفْوَاجًا
দলে দলে
আর তুমি মানুষদের দেখবে দলে দলে আল্লাহর দীনে প্রবেশ করতে, ([১১০] আন নাসর: ২)
ব্যাখ্যা

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُۗ اِنَّهٗ كَانَ تَوَّابًا ࣖ ٣

fasabbiḥ
فَسَبِّحْ
তখন তুমি গুণগান করবে
biḥamdi
بِحَمْدِ
প্রশংসার সাথে
rabbika
رَبِّكَ
তোমার রবের
wa-is'taghfir'hu
وَٱسْتَغْفِرْهُۚ
এবং তাঁর (নিকট) ক্ষমা চাও
innahu
إِنَّهُۥ
নিশ্চয়ই
kāna
كَانَ
হলেন
tawwāban
تَوَّابًۢا
ক্ষমাপরবশ
তখন তুমি (শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে) তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করবে আর তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তিনি বড়ই তাওবা কবূলকারী। ([১১০] আন নাসর: ৩)
ব্যাখ্যা