কুরআন মজীদ সূরা হুদ আয়াত ৬৮
Qur'an Surah Hud Verse 68
হুদ [১১]: ৬৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَآ اِنَّ ثَمُوْدَا۠ كَفَرُوْا رَبَّهُمْ ۗ اَلَا بُعْدًا لِّثَمُوْدَ ࣖ (هود : ١١)
- ka-an
- كَأَن
- As if
- যেন
- lam
- لَّمْ
- not
- করেনি
- yaghnaw
- يَغْنَوْا۟
- they (had) prospered
- তারা বসবাস
- fīhā
- فِيهَآۗ
- therein
- তার মধ্যে
- alā
- أَلَآ
- No doubt
- সাবধান
- inna
- إِنَّ
- indeed
- নিশ্চয়ই
- thamūdā
- ثَمُودَا۟
- Thamud
- সামূদ জাতি
- kafarū
- كَفَرُوا۟
- disbelieved
- অস্বীকার করেছিলো
- rabbahum
- رَبَّهُمْۗ
- (in) their Lord
- তাদের রবের
- alā
- أَلَا
- so
- জেনে রাখো
- buʿ'dan
- بُعْدًا
- away
- ধ্বংস (করা হয়েছিলো)
- lithamūda
- لِّثَمُودَ
- with Thamud
- সামুদ জাতির জন্য
Transliteration:
Ka al lam yaghnaw feehaaa; alaaa inna Samooda kafaroo Rabbahum; alaa bu'dal li Samood.(QS. Hūd:68)
English Sahih International:
As if they had never prospered therein. Unquestionably, Thamud denied their Lord; then, away with Thamud. (QS. Hud, Ayah ৬৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যেন তারা সেখানে কোন দিনই বাস করেনি। জেনে রেখ, সামুদজাতি তাদের প্রতিপালককে অমান্য করেছিল। জেনে রেখ, সামূদকে (রহমাত থেকে) দূরে নিক্ষেপ করা হয়েছিল। (হুদ, আয়াত ৬৮)
Tafsir Ahsanul Bayaan
যেন তারা সেই গৃহগুলিতে কখনো বসবাস করেনি।[১] ভালরূপে জেনে রাখ! সামূদ সম্প্রদায় নিজ প্রতিপালককে অস্বীকার করল; জেনে রাখ! সামূদ সম্প্রদায় (তাঁর) করুণা হতে দূর হয়ে পড়ল ।
[১] তাদের গ্রামকে অথবা তাদেরকে অথবা উভয়কে মুদ্রিত ভুল অক্ষরের মত এমনভাবে মিটিয়ে দেওয়া হয়েছে, ঠিক যেন তারা সেখানে কখনও বসবাস করেনি।
Tafsir Abu Bakr Zakaria
যেন তারা সেখানে কখনো বসবাস করেনি। জেনে রাখ! সামূদ সম্প্রদায় তো তাদের রবের সাথে কুফরী করেছিল। জেনে রাখ! ধ্বংসই হল সামূদ সম্প্রদায়ের পরিণাম।
Tafsir Bayaan Foundation
যেন তারা সেগুলোতে বসবাসই করেনি। জেনে রাখ, নিশ্চয় সামূদ জাতি তাদের রবের সাথে কুফরী করেছে। জেনে রাখ, সামূদ জাতির জন্য রয়েছে ধ্বংস।
Muhiuddin Khan
যেন তাঁরা কোনদিনই সেখানে ছিল না। জেনে রাখ, নিশ্চয় সামুদ জাতি তাদের পালনকর্তার প্রতি অস্বীকার করেছিল। আরো শুনে রাখ, সামুদ জাতির জন্য অভিশাপ রয়েছে।
Zohurul Hoque
যেন তারা কখনও সেখানে বসবাস করে নি। এটি কি নয় যে ছামুদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল? এটি কি নয় -- ''দূর হও ছামুদ জাতি!’’?