Skip to content

কুরআন মজীদ সূরা আল ফীল আয়াত ২

Qur'an Surah Al-Fil Verse 2

আল ফীল [১০৫]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِيْ تَضْلِيْلٍۙ (الفيل : ١٠٥)

alam
أَلَمْ
Did not
নাই কি
yajʿal
يَجْعَلْ
He make
তিনি পরণত করে
kaydahum
كَيْدَهُمْ
their plan
তাদের ষড়যন্ত্রকে
فِى
go
মধ্যে
taḍlīlin
تَضْلِيلٍ
astray?
নিষ্ফলতার

Transliteration:

Alam yaj'al kai dahum fee tad leel (QS. al-Fīl:2)

English Sahih International:

Did He not make their plan into misguidance? (QS. Al-Fil, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি? (আল ফীল, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেন নি? [১]

[১] অর্থাৎ, সেই ব্যক্তি, যে কা'বাগৃহকে ধ্বংস করার উদ্দেশ্যে এসেছিল তাকে তাতে অসফল করলেন। এখানে জিজ্ঞাসা সাব্যস্তের জন্য।

Tafsir Abu Bakr Zakaria

তিনি কি তাদের কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে দেননি?

Tafsir Bayaan Foundation

তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?

Muhiuddin Khan

তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

Zohurul Hoque

তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?