Skip to content

কুরআন মজীদ সূরা হুমাযাহ আয়াত ৯

Qur'an Surah Al-Humazah Verse 9

হুমাযাহ [১০৪]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فِيْ عَمَدٍ مُّمَدَّدَةٍ ࣖ (الهمزة : ١٠٤)

فِى
In
মধ্যে
ʿamadin
عَمَدٍ
columns
স্তম্ভসমূহের
mumaddadatin
مُّمَدَّدَةٍۭ
extended
দীর্ঘায়িত

Transliteration:

Fee 'amadim-mu mad dadah (QS. al-Humazah:9)

English Sahih International:

In extended columns. (QS. Al-Humazah, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(লেলিহান অগ্নিশিখার) উঁচু উঁচু স্তম্ভে। (হুমাযাহ, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

দীর্ঘায়িত স্তম্ভসমূহে। [১]

[১] مُؤصَدَة অর্থ হল বন্ধ বা পরিবেষ্টিত। অর্থাৎ, জাহান্নামের সকল দরজা ও পথ বন্ধ করে দেওয়া হবে; যাতে সেখান হতে কেউ বের হতে না পারে। তাদেরকে লোহার পেরেকের সাথে বেঁধে দেওয়া হবে; যা লম্বা লম্বা স্তম্ভের মত হবে। কোন কোন উলামার মতে, عَمَد অর্থ হলঃ বেড়ি বা লৌহবেষ্টনী এবং কারো মতে এর অর্থ হল স্তম্ভ বা থাম। যাতে বেঁধে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। (ফাতহুল ক্বাদীর)

Tafsir Abu Bakr Zakaria

দীর্ঘায়িত স্তম্ভসমূহে [১]।

[১] ফি আমাদিম মুমাদাদাহ এর একাধিক অর্থ হতে পারে। যেমন এর একটি অর্থ হচ্ছে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিয়ে তার ওপর উঁচু উঁচু থাম গেঁড়ে দেয়া হবে। এর দ্বিতীয় অর্থ হচ্ছে, এই অপরাধীরা উঁচু উঁচু থামের গায়ে বাধা থাকবে। এর তৃতীয় অর্থ হল এরূপ স্তম্ভসমূহ বা থাম দিয়ে জাহান্নামীদের শাস্তি প্ৰদান করা হবে। এ-শাস্তি সম্পর্কে বিস্তারিত কোন কথা আল্লাহ্ জানাননি। এ মতটি ইমাম তাবারী গ্ৰহণ করেছেন। [তাবারী, ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

প্রলম্বিত স্তম্ভসমূহে।

Muhiuddin Khan

লম্বা লম্বা খুঁটিতে।

Zohurul Hoque

সারিসারি খুটিরঁ ভেতরে।