Skip to content

কুরআন মজীদ সূরা হুমাযাহ আয়াত ৮

Qur'an Surah Al-Humazah Verse 8

হুমাযাহ [১০৪]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌۙ (الهمزة : ١٠٤)

innahā
إِنَّهَا
Indeed it
নিশ্চয়ই তা
ʿalayhim
عَلَيْهِم
(will be) upon them
তাদের উপর
mu'ṣadatun
مُّؤْصَدَةٌ
closed over
অবরুদ্ধ করে দেয়া হবে

Transliteration:

Innaha 'alaihim moosada (QS. al-Humazah:8)

English Sahih International:

Indeed, it [i.e., Hellfire] will be closed down upon them . (QS. Al-Humazah, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে, (হুমাযাহ, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয়ই তা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে [১]

[১] অর্থাৎ অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ওপর থেকে তা বন্ধ করে দেয়া হবে। কোন দরজা তো দুরের কথা তার কোন একটি ছিদ্ৰও খোলা থাকবে না। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

নিশ্চয় তা তাদেরকে আবদ্ধ করে রাখবে।

Muhiuddin Khan

এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,

Zohurul Hoque

নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া --