Skip to content

কুরআন মজীদ সূরা হুমাযাহ আয়াত ৭

Qur'an Surah Al-Humazah Verse 7

হুমাযাহ [১০৪]: ৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

الَّتِيْ تَطَّلِعُ عَلَى الْاَفْـِٕدَةِۗ (الهمزة : ١٠٤)

allatī
ٱلَّتِى
Which
যা
taṭṭaliʿu
تَطَّلِعُ
mounts up
পৌঁছে যাবে
ʿalā
عَلَى
to
উপর
l-afidati
ٱلْأَفْـِٔدَةِ
the hearts
অন্তরসমূহের

Transliteration:

Al latee tat tali'u 'alalafidah (QS. al-Humazah:7)

English Sahih International:

Which mounts directed at the hearts. (QS. Al-Humazah, Ayah ৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। (হুমাযাহ, আয়াত ৭)

Tafsir Ahsanul Bayaan

যা হৃদয়কে গ্রাস করবে। [১]

[১] অর্থাৎ, তার উষ্ণতা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এমনিতেই পৃথিবীর সাধারণ আগুনের গুণ হল সমস্ত বস্তুকে জ্বালিয়ে ফেলা। কিন্তু পৃথিবীতে এই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছনোর পূর্বেই মানুষের মৃত্যু ঘটে যায়। জাহান্নামে তা হবে না; বরং সেই আগুন হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। আর মৃত্যুকে আহবান করা সত্ত্বেও মৃত্যু আসবে না।

Tafsir Abu Bakr Zakaria

যা হৃদয়কে গ্ৰাস করবে [১] ;

[১] ‘তাত্তালিউ’ শব্দটির মূলে হচ্ছে ইত্তিলা। আর ‘ইত্তিলা’ শব্দটির অর্থ হচ্ছে চড়া, আরোহণ করা ও ওপরে পৌছে যাওয়া। [জালালাইন] ‘আফইদাহ’ শব্দটি হচ্ছে বহুবচন। এর একবচন হচ্ছে ‘ফুওয়াদ’। এর মানে হৃদয়। অর্থাৎ জাহান্নামের এই আগুন হৃদয়কে পর্যন্ত গ্ৰাস করবে। হৃদয় পর্যন্ত এই আগুন পৌঁছাবার একটি অর্থ হচ্ছে এই যে, এই আগুন এমন জায়গায় পৌছে যাবে যেখানে মানুষের অসৎচিন্তা, ভুল আকীদা-বিশ্বাস, অপবিত্র ইচ্ছা, বাসনা, প্রবৃত্তি, আবেগ এবং দুষ্ট সংকল্প ও নিয়তের কেন্দ্র। [ফাতহুল কাদীর] এর দ্বিতীয় অর্থ হচ্ছে, আল্লাহ্র এই আগুন দুনিয়ার আগুনের মতো অন্ধ হবে না। সে দোষী ও নির্দোষ সবাইকে জ্বলিয়ে দেবে না। বরং প্রত্যেক অপরাধীর হৃদয় অভ্যন্তরে পৌছে সে তার অপরাধের প্রকৃতি নির্ধারণ করবে এবং প্রত্যেককে তার দোষ ও অপরাধ অনুযায়ী আযাব দেবে। এর তৃতীয় অর্থ হচ্ছে, দুনিয়ার আগুন মানুষের দেহে লাগলে হৃদয় পর্যন্ত পৌঁছার আগেই মৃত্যু হয়ে যায়। জাহান্নামে মৃত্যু নেই। কাজেই জীবিত অবস্থাতেই হৃদয় পর্যন্ত অগ্নি পৌছবে এবং হৃদয়-দহনের তীব্ৰ কষ্ট জীবদ্দশাতেই মানুষ অনুভব করবে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

যা হৃৎপিন্ড পর্যন্ত পৌঁছে যাবে।

Muhiuddin Khan

যা হৃদয় পর্যন্ত পৌছবে।

Zohurul Hoque

যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।