সূরা তাকাসূর - শব্দ দ্বারা শব্দ
At-Takathur
(at-Takāthur)
১
اَلْهٰىكُمُ التَّكَاثُرُۙ ١
- alhākumu
- أَلْهَىٰكُمُ
- তোমাদের মোহাচ্ছন্ন করে রেখেছে
- l-takāthuru
- ٱلتَّكَاثُرُ
- প্রাচুর্যের প্রতিযোগিতা
অধিক (পার্থিব) সুখ সম্ভোগ লাভের মোহ তোমাদেরকে (অধিক গুরুত্বপূর্ণ বিষয় হতে) ভুলিয়ে রেখেছে। ([১০২] তাকাসূর: ১)ব্যাখ্যা
২
حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَۗ ٢
- ḥattā
- حَتَّىٰ
- যতক্ষণ না
- zur'tumu
- زُرْتُمُ
- তোমরা উপস্থিত হও
- l-maqābira
- ٱلْمَقَابِرَ
- কবরসমূহে
এমনকি (এ অবস্থাতেই) তোমরা কবরে এসে পড়। ([১০২] তাকাসূর: ২)ব্যাখ্যা
৩
كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ ٣
- kallā
- كَلَّا
- এটা সঙ্গত নয়
- sawfa
- سَوْفَ
- শীঘ্রই
- taʿlamūna
- تَعْلَمُونَ
- তোমরা জানবে
(তোমরা যে ভুল ধারণায় ডুবে আছো তা) মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে, ([১০২] তাকাসূর: ৩)ব্যাখ্যা
৪
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَ ٤
- thumma
- ثُمَّ
- আবার বলি
- kallā
- كَلَّا
- এটা সঙ্গত নয়
- sawfa
- سَوْفَ
- শীঘ্রই
- taʿlamūna
- تَعْلَمُونَ
- তোমরা জানবে
আবার বলি, মোটেই ঠিক নয়, শীঘ্রই তোমরা জানতে পারবে। ([১০২] তাকাসূর: ৪)ব্যাখ্যা
৫
كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِۗ ٥
- kallā
- كَلَّا
- সাবধান!
- law
- لَوْ
- যদি
- taʿlamūna
- تَعْلَمُونَ
- তোমরা জানতে
- ʿil'ma
- عِلْمَ
- জ্ঞানে
- l-yaqīni
- ٱلْيَقِينِ
- নিশ্চিত
কক্ষনো না, তোমরা যদি নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে জানতে! (তাহলে সাবধান হয়ে যেতে) ([১০২] তাকাসূর: ৫)ব্যাখ্যা
৬
لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ ٦
- latarawunna
- لَتَرَوُنَّ
- অবশ্যই তোমরা দেখবে
- l-jaḥīma
- ٱلْجَحِيمَ
- দোযখ
তোমরা অবশ্য অবশ্যই জাহান্নাম দেখতে পাবে, ([১০২] তাকাসূর: ৬)ব্যাখ্যা
৭
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ ٧
- thumma
- ثُمَّ
- আবার (শুনো)
- latarawunnahā
- لَتَرَوُنَّهَا
- অবশ্যই তা তোমরা দেখবে
- ʿayna
- عَيْنَ
- চোখে
- l-yaqīni
- ٱلْيَقِينِ
- প্রত্যয়
আবার বলি, তোমরা তা অবশ্য অবশ্যই দিব্য দৃষ্টিতে দেখতে পাবে, ([১০২] তাকাসূর: ৭)ব্যাখ্যা
৮
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَىِٕذٍ عَنِ النَّعِيْمِ ࣖ ٨
- thumma
- ثُمَّ
- পরে
- latus'alunna
- لَتُسْـَٔلُنَّ
- অবশ্যই তোমাদের জিজ্ঞেস করা হবেই
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- সেদিন
- ʿani
- عَنِ
- সম্পর্কে
- l-naʿīmi
- ٱلنَّعِيمِ
- নিয়ামতসমূহ
তারপর তোমাদেরকে অবশ্য অবশ্যই (যা কিছু দেয়া হয়েছে এমন সব) নি‘মাত সম্পর্কে সেদিন জিজ্ঞেস করা হবে। ([১০২] তাকাসূর: ৮)ব্যাখ্যা