Skip to content

কুরআন মজীদ সূরা কারেয়া আয়াত ৯

Qur'an Surah Al-Qari'ah Verse 9

কারেয়া [১০১]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاُمُّهُ هَاوِيَةٌ ۗ (القارعة : ١٠١)

fa-ummuhu
فَأُمُّهُۥ
His abode
অতঃপর তার বাসস্থান
hāwiyatun
هَاوِيَةٌ
(will be the) Pit
গভীর গর্ত হবে

Transliteration:

Fa-ummuhu haawiyah (QS. al-Q̈āriʿah:9)

English Sahih International:

His refuge will be an abyss. (QS. Al-Qari'ah, Ayah ৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(জাহান্নামের) অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান। (কারেয়া, আয়াত ৯)

Tafsir Ahsanul Bayaan

তার স্থান হবে হাবিয়াহ। [১]

[১] هَاوِيَة জাহান্নামের একটি নাম। তাকে হাবিয়াহ এই জন্য বলা হয় যে, জাহান্নামী তার গভীর গর্তে গিয়ে পড়বে। স্থান বুঝাতে أُمّ (মা) শব্দ এ জন্য ব্যবহার করা হয়েছে যে, যেমন মানুষের জন্য 'মা' আশ্রয়স্থল হয়, তেমনি জাহান্নামীদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। কোন কোন আলেম বলেন, এখানে 'উম্ম' (মা) অর্থ হল দেমাগ বা মস্তিষ্ক। যেহেতু জাহান্নামী তার মাথার উপর ভর করে হাবিয়াহ দোযখে নিক্ষিপ্ত হবে। (ইবনে কাসীর)

Tafsir Abu Bakr Zakaria

তার স্থান হবে ‘হাওয়িয়াহ্’ [১]।

[১] মূল আরবী শব্দে أمه বলা হয়েছে। أم শব্দের অর্থ স্থান বা ঠিকানাও হয়, যেমনটি উপরে অর্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আয়াতের আরেক অর্থ হলো, সে জাহান্নামের আগুনে অধোমুখে মাথার মগজসহ পতিত হবে। তাছাড়া যদি أم শব্দটির বিখ্যাত অর্থ গ্রহণ করা হয় তাহলে তার অর্থ হবে, মা। সে হিসেবে আয়াতের অর্থ হচ্ছে, তার মা হবে জাহান্নাম। মায়ের কোল যেমন শিশুর অবস্থান হয় তেমনি জাহান্নামবাসীদের জন্য জাহান্নাম ছাড়া আর কোন অবস্থান হবে না। আয়াতে উল্লেখিত ‘হাওয়িয়াহ’ শব্দটি জাহান্নামের একটি নাম। শব্দটি এসেছে ‘হাওয়া’ থেকে। এর অর্থ হচ্ছে উঁচু জায়গা থেকে নীচুতে পড়ে যাওয়া। আর যে গভীর গর্তে কোন জিনিস পড়ে যায় তাকে হাওয়িয়া বলে। জাহান্নামকে হাওয়িয়া বলার কারণ হচ্ছে এই যে, জাহান্নাম হবে অত্যন্ত গভীর এবং জাহান্নামবাসীদেরকে তার মধ্যে ওপর থেকে নিক্ষেপ করা হবে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

তার আবাস হবে হাবিয়া।

Muhiuddin Khan

তার ঠিকানা হবে হাবিয়া।

Zohurul Hoque

তার মাতা হবে হাবিয়াহ্‌।