কুরআন মজীদ সূরা কারেয়া আয়াত ১
Qur'an Surah Al-Qari'ah Verse 1
কারেয়া [১০১]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلْقَارِعَةُۙ (القارعة : ١٠١)
- al-qāriʿatu
- ٱلْقَارِعَةُ
- The Striking Calamity!
- মহাপ্রলয়
Transliteration:
Al qaari'ah(QS. al-Q̈āriʿah:1)
English Sahih International:
The Striking Calamity . (QS. Al-Qari'ah, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
মহা বিপদ (কারেয়া, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
ঠক্ঠক্কারী (মহাপ্রলয়)। [১]
[১] এটাও কিয়ামতের নামাবলীর অন্যতম। যেমন এর পূর্বে কিয়ামতের বিভিন্ন নাম উল্লিখিত হয়েছে। উদাহরণ সবরূপঃ الحاقَّة (হা-ক্ক্বাহ), الطَّامَّة (মহাসংকট), الصَّاخَّة (ধ্বংস-ধ্বনি), الغَاشِيَة (সমাচ্ছন্নকারী), السَّاعَة (মহাকাল), الوَاقِعَة (সংঘটন) প্রভৃতি। القَارِعَة (ঠক্ঠক্কারী) এ জন্য বলা হয়েছে যে, কিয়ামত নিজ ভয়াবহতায় মানুষের হৃদয়কে জাগ্রত করে তুলবে এবং আল্লাহর দুশমনদেরকে আযাব সম্পর্কে অবহিত করবে। যেমন দরজায় করাঘাতকারী ঠক্ঠক্ শব্দ করে গৃহবাসীকে সতর্ক করে থাকে।
Tafsir Abu Bakr Zakaria
ভীতিপ্ৰদ মহা বিপদ [১]
[১] কুরআনের মূল শব্দ হচ্ছে “কারি‘আহ” এর শাব্দিক অর্থ হচ্ছে, মহাবিপদ। কারা‘আ মানে কোন জিনিসকে কোন জিনিসের ওপর এমন জোরে মারা যার ফলে তা থেকে প্রচণ্ড আওয়াজ হয়। এই শাব্দিক অর্থের সাথে সামঞ্জস্য রেখে ভয়াবহ দুর্ঘটনা ও বড় রকমের মারাত্মক বিপদের ক্ষেত্রে “কারি‘আহ” শব্দ বলা হয়ে থাকে। [মুজামুল ওয়াসীত] এখানে “আল-কারি‘আহ” শব্দটি কিয়ামতের জন্য ব্যবহার করা হয়েছে। আবার সূরা আল-হাক্কায় কিয়ামতকে এই শব্দটি দিয়েই চিহ্নিত করা হয়েছে। [আয়াত; ৪] সুতরাং আল-কারি‘আহ শব্দটি কিয়ামতের একটি নাম। যেমনিভাবে আল-হাক্কাহ, আত-ত্বাম্মাহ, আস-সাখখাহ, আল-গাশিয়াহ, ইত্যাদিও কিয়ামতের নাম। [আদ্ওয়াউল বায়ান]
Tafsir Bayaan Foundation
মহাভীতিপ্রদ শব্দ।
Muhiuddin Khan
করাঘাতকারী,
Zohurul Hoque
মহাসংকট!