Skip to content

কুরআন মজীদ সূরা ইউনুস আয়াত ৮

Qur'an Surah Yunus Verse 8

ইউনুস [১০]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اُولٰۤىِٕكَ مَأْوٰىهُمُ النَّارُ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (يونس : ١٠)

ulāika
أُو۟لَٰٓئِكَ
Those -
ঐসব লোক
mawāhumu
مَأْوَىٰهُمُ
their abode
তাদের বাসস্থান (হবে)
l-nāru
ٱلنَّارُ
(will be) the Fire
আগুন
bimā
بِمَا
for what
এ কারণে যা
kānū
كَانُوا۟
they used (to)
তারা ছিলো
yaksibūna
يَكْسِبُونَ
earn
তারা অর্জন করতে

Transliteration:

Ulaaa'ika maawaahumun Naaru bimaa kaanoo yaksiboon (QS. al-Yūnus:8)

English Sahih International:

For those their refuge will be the Fire because of what they used to earn. (QS. Yunus, Ayah ৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের আবাস হল জাহান্নাম তাদের কৃতকর্মের কারণে। (ইউনুস, আয়াত ৮)

Tafsir Ahsanul Bayaan

এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম।

Tafsir Abu Bakr Zakaria

তাদেরই আবাস আগুন; তাদের কৃতকর্মের জন্য।

Tafsir Bayaan Foundation

তারা যা উপার্জন করত, তার কারণে আগুনই হবে তাদের ঠিকানা।

Muhiuddin Khan

এমন লোকদের ঠিকানা হল আগুন সেসবের বদলা হিসাবে যা তারা অর্জন করছিল।

Zohurul Hoque

এরাই -- এদের আবাসস্থল হচ্ছে আগুন, তারা যা উপার্জন করেছে সেজন্য।