Skip to content

কুরআন মজীদ সূরা ইউনুস আয়াত ১

Qur'an Surah Yunus Verse 1

ইউনুস [১০]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

الۤرٰ ۗتِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْحَكِيْمِ (يونس : ١٠)

alif-lam-ra
الٓرۚ
Alif Lam Ra
আলিফ- লাম- রা
til'ka
تِلْكَ
These
এই
āyātu
ءَايَٰتُ
(are the) verses
এই আয়াতগুলো
l-kitābi
ٱلْكِتَٰبِ
(of) the Book
(এমন) কিতাবের
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the wise
(যা)প্রজ্ঞাপূর্ণ

Transliteration:

Alif-Laaam-Raa; tilka Aayaatul Kitaabil Hakeem (QS. al-Yūnus:1)

English Sahih International:

Alif, Lam, Ra. These are the verses of the wise Book. (QS. Yunus, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আলিফ-লাম-র, এগুলো মহা বিজ্ঞানময় গ্রন্থের আয়াতসমূহ। (ইউনুস, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

আলিফ লা-ম রা। এ হল বিজ্ঞানময় গ্রন্থের আয়াত। [১]

[১] الحَكِيْمِ (বিজ্ঞানময়) কিতাব অর্থাৎ, কুরআন কারীমের বিশেষণ। এর একটি অর্থ তাই যা অনুবাদে উল্লেখ করা হয়েছে। তার আরো কয়েকটি অর্থ করা হয়েছে। যেমন الْمُحْكَمِ - অর্থাৎ, হালাল ও হারাম এবং দন্ডবিধি ও যাবতীয় বিধান দানে মযবুত। حَكِيْمٌ -حَاكِمٌ এর অর্থে। অর্থাৎ, মতভেদ ইত্যাদিতে মানুষের মাঝে ফায়সালা বা সমাধান দাতা গ্রন্থ। (সূরা বাক্বারাহ ২;২৩) حكيم - محكوم فيه এর অর্থে। অর্থাৎ, আল্লাহ তাআলা এই কুরআনে ন্যায় ও ইনসাফের সাথে ফায়সালা দিয়েছেন।

Tafsir Abu Bakr Zakaria

আলিফ্-লাম-রা [১]। এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত।

সূরা সংক্রান্ত আলোচনাঃ

আয়াত সংখ্যাঃ ১০৯।

নাযিল হওয়ার স্থানঃ

সূরা ইউনুস মক্কায় নাযিল হয়েছে। [ইবন কাসীর] কেউ কেউ সূরার মাত্র তিনটি আয়াতকে মাদানী বলে উল্লেখ করেছেন, যা মদীনায় হিজরত করার পর নাযিল হয়েছে। [কুরতুবী]

নামকরণঃ এ সূরার নাম সূরা ইউনুস। কারণ সূরার ৯৮ নং আয়াতে এর উল্লেখ রয়েছে।।

-----------------

[১] এগুলোকে ‘হরফে মোকাত্তা'আত’ বলা হয়। এগুলোর আলোচনা পূর্বে সূরা আল-বাকারায় করা হয়েছে।

Tafsir Bayaan Foundation

আলিফ্-লাম-রা। এগুলো প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত।

Muhiuddin Khan

আলিফ-লাম-র, এগুলো হেকমতপূর্ণ কিতাবের আয়াত।

Zohurul Hoque

আলিফ, লাম, রা। এগুলো জ্ঞানগর্ভ গ্রন্থের আয়াতসমূহ।